Top Olympic GK Short Question and Answer Bangla

olympic games questions and answers,olympic games quiz questions and answers,olympic games questions,olympics questions and answers,olympics gk questi

1. প্রাচীন অলিম্পিকের ব্যাপ্তিকাল কত?

উঃ খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।


2. প্রাচীন অলিম্পিক প্রতিযােগিতা প্রথম কখন অনুষ্ঠিত হয়?

উঃ খ্রিস্টপূর্ব ৭৭৬ সালে।


3. আধুনিক অলিম্পিকের জন্ম কত সালে?

উঃ ১৮৯৬ সালে।


4. আধুনিক অলিম্পিক প্রতিযােগিতা অনুষ্ঠিত হয় কত সালে?

উঃ ১৮৯৬ সালে।


5. প্রথম আধুনিক অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ এথেন্স, গ্রিস।


6. আধুনিক অলিম্পিকের প্রবর্তক কে?

উঃ ব্যারন পিয়ারে দ্য কুবার্তা (ফ্রান্স)।


7. আধুনিক অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

উঃ ৪ বছর ।


8. আধুনিক অলিম্পিকের অপর নাম কি?

উঃ গ্রীষ্মকালীন অলিম্পিক ।


9. অলিম্পিক পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

উঃ এন্টওয়ার্প অলিম্পিকে (১৯২০ সালে)।


10. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?

উঃ ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।


11. অলিম্পিক শিখার প্রবর্তন হয় কবে থেকে?

উঃ ১৯২৮ সালে, আমস্টারডাম অলিম্পিক থেকে।


12. বিশ্ব অলিম্পিকের প্রতীক কি?

উঃ পরস্পর সংযুক্ত ৫টি রংঙের বৃত্ত।


13. অলিম্পিক পতাকায় কি কি রং রয়েছে?

উঃ লাল, নীল, সবুজ, হলুদ ও কালাে।


14. বৃত্তগুলাের কোন রং দ্বারা কোন মহাদেশ বােঝায়?

উঃ হলুদ-এশিয়া; নীল-ইউরােপ; কালাে-আফ্রিকা; সবুজ-ওশেনিয়া ও লাল-আমেরিকা।


15.অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য কত?

উঃ ২৬ মাইল ৩৮৫ গজ।


16. কোন সালে অলিম্পিকে প্রথম নারী অংশগ্রহণ করে?

উঃ ১৯০০ সালে।


17. আটলান্টা অলিম্পিক ১৯৯৬-এ কয়টি নতুন খেলা অন্তর্ভুক্ত হয়?

উঃ ১১টি।


18. এশিয়ার কোন দেশের ক্রীড়াবিদ অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেন?

উঃ জাপান।


19. অলিম্পিক গেমসের অফিসিয়াল ভাষা কি কি?

উঃ ইংরেজি ও ফরাসি ।


20. প্রথম আধুনিক অলিম্পিকে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল?

উঃ ১৩টি।


21. অলিম্পিকে সর্বোচ্চ পদক বিজয়ী কে?

উঃ যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস, মােট ২২টি (স্বণ ১৮টি, রৌপ্য ২টি ও ব্রোন্জ ২টি।


22. অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী কে?

উঃ মাইকেল ফেলপস, যুক্তরাষ্ট্র (৮টি)।


23. এশিয়ার সর্বপ্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় কবে, কোথায়?
উঃ ১৯৬৪ সালে, জাপানের টোকিওতে।

24. স্পেশাল অলিম্পিকের সুচনা হয় কবে?
উঃ ১৯৬০ সালে।

25. স্পেশাল অলিম্পিকের সূচনা করেন কে?
উঃ ইউনাইস কেনেডি শ্রাইভার (যুক্তরাষ্ট্র)।

26. শীতকালীন অলিম্পিক শুরু হয় কত সাল থেকে?
উঃ ১৯২৪ সাল (ফ্রান্সের চ্যামােনিক্সে)।

27. প্রথম শীতকালীন অলিম্পিক কবে, কোথায় অনুষ্ঠিত হয়?উঃ ১৯২৪ সালে; চ্যামােনিস্ক, ফ্রান্স।


28. ২২তম শীতকালীন অলিম্পিক কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ৭-২৩ ফেব্রুয়ারি ২০১৪; সােচি, রাশিয়া ।

29. প্রতিবন্ধীদের জন্য যে আন্তর্জাতিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম কি?

উঃ প্যারা অলিম্পিক ।

30. প্রথম গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিক কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ১৮-২৫ সেপ্টেম্বর ১৯৬০; রােম, ইতালি।

31. পঞ্চদশ গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিক কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ৭-১৮ সেপ্টেম্বর ২০১৬; রিও ডি।

32. ‘দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক' শিল্প কর্মের জন্য কোন বাংলাদেশি বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক লাভ

করেন?

উঃ খুরশিদ আলম সেলিম।


33. বাংলাদেশ বিশ্ব অলিম্পিক এসােসিয়েশনের সদস্যপদ লাভ করে কত সালে?

উঃ ১৯৮০ সালে।


34. ২০১৪ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

উঃ রাশিয়ায়।


35. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে।


36. অলিম্পিকে ফুটবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯০০ সাল।


37. অলিম্পিকে জুডাে খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৬৪ সাল।


38. অলিম্পিকে ওয়াটার পােলাে খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯০০ সাল।


39. অলিম্পিকে আর্চারি খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৭২ সাল।


40. অলিম্পিকে মহিলা হ্যান্ডবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৭৬ সাল।


41. অলিম্পিকে ডেকাথলন খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯১২ সাল।


42. অলিম্পিকে মহিলা বাস্কেটবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৭৬ সাল।


43. অলিম্পিকে বাস্কেটবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৩৬ সাল।


44. অলিম্পিকে মহিলা হকি খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৮০ সাল।


45. অলিম্পিকে হ্যান্ডবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৩৬ সাল।


46. অলিম্পিকে টেবিল টেনিস খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৮৮ সাল।


47. অলিম্পিকে ভলিবল খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ১৯৬৪ সাল।


48. অলিম্পিকে মহিলা কুস্তি খেলার প্রবর্তন হয় কত সালে?

উঃ ২০০৪ সাল।


49. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা হয় কবে?

উঃ ২৩ জুন ১৮৯৪ সালে (প্যারিস, ফ্রান্স)।


50. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের মেয়াদকাল কত?

উঃ ৪ বছর ।


51. I0C-এর পূর্ণরূপ কি?

উঃ International Olympic Committee.


52. I0C-এর সদর দপ্তর কোথায়?

উঃ লুজান, সুইজারল্যান্ড।


53. অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত?

উঃ লুজান, সুইজারল্যান্ড।


54. IOC-এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উঃ ২০৬টি।


55. অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে?

উঃ থমাস বাখ (জার্মানি)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url