HISTORY OF FOOTBALL ( 1934 WORLD CUP )

1934 world cup,world cup 1934,fifa world cup 1934,italy 1934,1934 fifa world cup,england 1934,germany 1934,mundial 1934,world cup 1934 fifa,1934 world cup final,world cup italy 1934,1934 world cup italy,world cup stadium 1934,football world cup 1934                                                                  ১৯৩৪ সালের ফুটবল বিশ্বকাপ

এটি ছিলাে ফিফা কর্তৃক আয়ােজিত পুরুষ জাতীয় ফুটবল দলের ২য় বিশ্বকাপ । ১৯৩৪ সালের বিশ্বকপের আয়ােজক দেশ ছিলাে ইতালি । ২৭ মে থেকে ১০ জুন ১৯৩৪ সালের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় । এটি প্রথম বিশ্বকাপ ছিলাে যেখানে ৩২ টি দলের মধ্যে বাছায় পর্বের মাধ্যমে ১৬ টি দলকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যােগ্যতা প্রদান করা হয় ।

১৯৩০ বিশ্বকাপ বিজয়ী দল উরুগুয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহন করেনি। কারণ ১৯৩০ সালে উরুগুয়েতে আয়ােজিত বিশ্বকাপে বেশ কিছু ইউরােপীয় দল তাদের দেশে খেলতে অস্বিকার করে । এই টুর্নামেন্টের শীর্ষ স্কোরার হন ওন্ডরিচ নেজেডলি( ৫ গােল ) । এই টুর্নামেন্টে ১৭ টি ম্যাচ এবং ৪.১২ গড়ে মােট ৭০ টি গােল হয় । প্রতি ম্যাচে গড়ে ২১৩৫৩ দর্শক ছিলাে ।


মূল পর্বে জায়গা পাওয়া ১৬ টি দল

যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা

ব্রাজিল

ইতালি (স্বাগতিক)

অস্ট্রিয়া

স্পেন

হাঙ্গেরি

মিশর

চেকোস্লোকাভিয়া

রােমানিয়া

সুজারল্যান্ড

নেদারল্যান্ডস

জার্মানি

বেলজিয়াম

সুইডেন

ফ্রান্স


রাউন্ড অব ১৬


৩২ দল হতে বাছায়কৃত ১৬ টি দল নিয়ে গ্রুপের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয় ।

নকআউট পর্বের ১ম খেলায় ৭-১ গােলে ইতালি যুক্তরাষ্ট্রকে হারায়।

২য় ম্যাচে স্পেন ব্রাজিলকে ৩-১ গােলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যােগ্যতা অর্জন করে ।

৩য় ম্যাচে ফ্রান্সকে ৩-২ গােলে অস্ট্রিয়া হারায় ।

৪র্থ ম্যাচে হাঙ্গেরি ৪-২ গােলে মিশরকে হারায় ।

৫ম ম্যাচে চেকোস্লোভাকিয়া ২-১ গােলে রােমানিয়া ।

৬ষ্ঠ ম্যাচে সুইজারল্যান্ড নেদারল্যান্ডসকে ৩-২ গােলে হারায় ।

৭ম ম্যাচে জার্মানি ৫-২ গােলে বেলজিয়ামকে হারায় এবং

৮ম ম্যাচে আর্জেন্টিনাকে সুইডেন ৩-২ গােলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যােগ্যতা অর্জন করে।


কোয়ার্টার ফাইনাল


গ্রুপ পর্ব থেকে ৮ টি (ইতালি, স্পেন, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, চেকোস্লোভাকিয়া, সুইডেন এবং জার্মানি) দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

১ম খেলায় ২-১ গােলে ইতালি স্পেনকে পরাজিত করে ।

কোয়ার্টার ফাইনালের ২য় ম্যাচে হাঙ্গেরি অস্ট্রিয়ার কাছে ২-১ গােলে পরাজিত হয় ।

৩য় ম্যাচে চেকোস্লোভাকিয়া ৩-২ গােলে সুইজারল্যান্ডকে হারায় ।

৪র্থ ম্যাচে জার্মানি সুইডেনকে ২-১ গােলে হারিয়ে সেমিফাইনালে খেলার যােগ্যতা অর্জন করে ।


সেমিফাইনাল খেলা


ইতালি, অস্ট্রিয়া, জার্মানি ও চেকোশ্লোভাকিয়া এই ৪ টি দল নিয়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

সেমিফাইনালের প্রথম ম্যাচে ইতালি ও অস্ট্রিয়া পরস্পর মুখােমুখি হয় এবং ইতালি ১-০ তে জয়লাভ করে।

২য় ম্যাচে চেকোস্লোভাকিয়া জার্মানিকে ৩-১ গােলে হারিয়ে ফাইনাল খেলার যােগ্যতা লাভ করে ।


৩য় ও ৪র্থ স্থান


জার্মানি অস্ট্রিয়াকে ৩-২ গােলে পরাজিত করে । জার্মানি ৩য় এবং অস্ট্রিয়া ৪র্থ স্থান অধিকার করে ।


ফাইনাল ম্যাচ


ন্যাশনাল ফ্যসিস্ট পার্টির স্টেডিয়াম ছিল ফাইনাল খেলার ভেনু ছিলাে। ইতালি ২-১ গােলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে ১৯৩৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং চেকোস্লোভাকিয়া হয় রানার্সআপ ।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url