Top 50 Football GK Short Question and Answer- Bangla

football quiz questions and answers,football,basic football questions and answers 2022,football questions,football gk question and answer bangla

1. বিশ্বকাপ
 ফুটবলে সেরা খেলোয়াড়কে কোন পুরস্কার দেয়া হয়?

উত্তরঃ অ্যাডিডাস গোল্ডেন বল।


2. বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় কিভাবে?

উত্তরঃ বিশ্বকাপের কাভার করা সাংবাদিকদের ভােটে।


3. ‘অ্যডিডাস গােল্ডেন বল’ প্রদান শুরু হয় কবে?

উত্তরঃ ১৯৮২ সালে (প্রথম লাভ করেন পাওলাে রসি, ইতালি।


4. 'অ্যাডিডাস গােল্ডেন বল’ ২০১৪ লাভ করেন কে?

উত্তরঃ লিওনেল মেসি (আর্জেন্টিনা)।


5. 'অ্যাডিডাস গােল্ডেন বল’ ২০১8 লাভ করেন কে?

উত্তরঃ লুকা মদ্রিক, ক্রোয়েশিয়া।


6. সবচেয়ে বেশি 'অ্যাডিডাস গােল্ডেন বল’ লাভ করেন কে?

উত্তরঃ লিওনেল মেসি (আর্জেন্টিনা), ৭ বার।


7. ২১তম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৪ জুন—১৫ জুলাই ২০১৮।


8. ২১তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ রাশিয়া।


9. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৪ জুন ২০১৮, লুঝনিকি স্টেডিয়াম (মস্কো)।


10. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৫ জুলাই ২০১৮, লুঝনিকি স্টেডিয়াম (মস্কো)।


11. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে কয়টি দেশ অংশগ্রহণ করে?

উত্তরঃ ৩২টি।


12. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ভেন্যু কতটি ছিলো?

উত্তরঃ ১২টি।


13. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের আয়ােজক শহর কতটি ছিল?

উত্তরঃ ১১টি- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাদ, কাজান, নিঝনি নভগােরাে, সামারা, ভোলগোগ্রাড, সারানাস্ক, রােস্তোভ-অন-ডন, সােচি এবং ইয়েকোটেরিনবার্গ।


14. প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৯১ সালে (চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র)।


15. ২০১৫ সালে ৭ম মহিলা বিশ্বকাপ ফুটবল-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র (রানার্সআপ জাপান)।


16. অষ্টম মহিলা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ফ্রান্স (৮ জুন-৭ জুলাই ২০১৯)।


17. অষ্টম মহিলা বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র (রানার্সআপ নেদারল্যান্ডস)।


18. ২০১৯ মহিলা বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ?

উত্তরঃ ফ্রান্স।


19. প্রথম ফিফা কনফেৱেশন কাপ অনুষ্ঠিত হয় কখন?

উত্তরঃ ১৯৯২ সালে (চ্যাম্পিয়ন আর্জেন্টিনা)।


20. ২০০৫ সাল থেকে ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

উত্তরঃ ৪ বছর।


21. ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল কতটি?

উত্তরঃ ৮টি।


22. ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল কি কি?

উত্তরঃ ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন দল স্বাগতিক দল, স্বাগতিক দেশ ও ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল।


23. দশম ফিফা কনফেডারেশন কাপ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ রাশিয়ায় (১৭ জুন-২ জুলাই ২০১৭)।


24. ২০১৭ ফিফা কনফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ জার্মানি ( রানার্সআপ চিলি)।


25. ইউনিয়ন অব ইউরােপীয় ফুটবল এসােসিয়েশন (UEFA) গঠিত হয় কবে?

উত্তরঃ ১৫ জুন ১৯৫৪ সালে।


26. ইউরােপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের নাম কি ছিল?

উত্তরঃ ইউরােপীয় নেশন্স কাপ ।


27. ইউরােপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৬০ সালে, ফ্রান্সে (চ্যাম্পিয়ন সােভিয়েত ইউনিয়ন)।


28. ২০১৬ সালের ইউরাে ফুটবলে চ্যাম্পিয়ন ফুটবলের আয়োজক কোন দেশ?

উত্তরঃ পর্তুগাল।


29. ১৫তম ইউরাে ফুটবলের আয়োজক কোন দেশ?

উত্তরঃ ফ্রান্স ( ১০ জুন-১০ জুলাই ২০১৬)।


30. ইউরােপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় কত বছর পর পর?

উত্তরঃ ৪ বছর ।


31. আফ্রিকা মহাদেশিয় ফুটবল টুর্নামেন্টের নাম কি?

উত্তরঃ আফ্রিকা কাপ অব নেশন্স।


32. প্রথম আফ্রিকা কাপ অব নেশন্স অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।


33. ৩১ তম আফ্রিকা কাপ অব নেশন্স অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তরঃ গ্যাবনে; ২০১৭ সালে।


34. ২০১৭ সালের আফ্রিকা কাপ অব নেশন্স এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ ক্যামেরুন।


35. ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্স এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ সেনেগাল।


36. প্রথম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৫৬ সালে (চ্যাম্পিয়ন দ. কোরিয়া)।

37. এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্য কত?

উত্তরঃ ৪৭ টি।


38. ২০১৫ সালের ১৬তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ অষ্ট্রেলিয়া (রানার্সআপ দ. কোরিয়া)।


39. ১৭তম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাতে; ২০১৯ সালে।


40. ২০১৯তম এশিয়া কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ কাতার।


41. দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযােগিতা সার্ক গােল্ডকাপ শুরু হয় কবে?

উত্তরঃ ১৯৯৩ সালে (ভারত)।


42. সার্ক গােল্ডকাপের নাম পরিবর্তন করে কবে সাফ গােল্ডকাপ করা হয়?

উত্তরঃ ১৯৯৫ সালে, শ্রীলঙ্কায় ।


43. সাফ গােল্ডকাপ এর বর্তমান নাম কি?

উত্তরঃ সাফ চ্যাম্পিয়নশিপ (১৯৯৭ সালে নামকরণ করা হয়)।


44. যৌথ আয়ােজনে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ২০০৮ সালে।


45. সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

উত্তরঃ দু’বছর।


46. SAFF-এর আদর্শ কি?

উত্তরঃ Strength in Unity.


47. SAFF-এর ২০২১ এর চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ ভারত ( ৮ বার )।


48. ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্স এর আয়োজক কোন দেশ?

উত্তরঃ ক্যামেরুন।


49. ২০১৯তম এশিয়া কাপ ফুটবলের এর আয়োজক কোন দেশ?

উত্তরঃ ইউনাইটেড আরব আরব আমিরাত।


50. এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় কয় বছর পর পর?

উত্তরঃ ৪ বছর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url