50 Important Sports GK Short Questions and Answers- Bangla

sports gk questions and answers,sports gk questions,general knowledge questions and answers,questions on sports and games with answers,important sports gk,sports gk,general knowledge question and answer in sports,important questions and answers in sports in bangali,gk question and answer,sports questions and answer,important sports gk question answer

1. এশিয়া মহাদেশভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযােগিতার নাম কি?

উঃ এশিয়ান গেমস।


2. প্রথম এশিয়া গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৫১ সালে, ভারতের দিল্লিতে।


3. এশিয়ান গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

উঃ ৪ বছর ।


4. ১৮ তম এশিয়ান গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ১৮ আগস্ট-২ সেপ্টেম্বর ২০১৮ সালে; জাকার্তা ও পালেদাৎ (ইন্দোনেশিয়া)।


5. প্রথম কমনওয়েলথ গেমস কবে শুরু হয়?

উঃ ১৯৩০ সালে।


6. কত বছর পর পর এ গেমস অনুষ্ঠিত হয়?

উঃ ৪ বছর।


7. কমনওয়েলথ গেমসে প্রথম মাসকট নির্বাচন করা হয় কবে থেকে?

উঃ ১৯৭৮ সালে ।


8. ২১তম কমনওয়েলথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ৪-১৫ এপ্রিল ২০১৮।


9. প্রথম এশিয়ন গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ কাঠমান্ডু (নেপাল ১৯৮৪ সালে)।


10. সাফ গেমসের বর্তমান নাম কি?

উঃ সাউথ এশিয়ান গেমস (২০০৫ সালের ১ জানুয়ারি থেকে)।


11. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৮৪ সালে ।


12. সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

উঃ ২ বছর ।


13. সাউথ এশিয়ান গেমসে প্রথম কবে ক্রিকেট অন্তর্ভূক্ত হয়?

উঃ ২০১০ সালে ।


14. ১২তম সাউথ এশিয়ান গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ৫-৬ ফেব্রুয়ারি ২০১৬; গােয়াহাটি ও শিলং (ভারত)।


15. বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি?

উঃ হকি (উৎপত্তি গ্রিসে) ।


16. প্রথম আন্তর্জাতিক হকি ম্যাচ অনুষ্ঠিত হয় কখন?

উঃ ১৮৯৫ সালে।


17. হকি খেলায় রেফারির সংখ্যা কতজন?

উঃ ২ জন।


18. হকি খেলার যাদুকর বলা হয় কাকে?

উঃ ধ্যানচঁাদকে।


19. হকি খেলার পূর্ণতা পায় কোন দেশে?

উঃ ইংল্যান্ডে।


20. হকি খেলার মাঠের আকৃতি কিরূপ?

উঃ আয়তাকার।


21. হকি খেলার মাঠের মাপ কি?

উঃ ১০০ গজ x ৬০ গজ।


22. হকি খেলাতে প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে?

উঃ ১১ জন।


23. একটি হকি বলের পরিধি কত ইঞ্চি?

উঃ ৮ ইঞ্চি।


24. একটি হকি বলের ওজন কত আউন্স?

উঃ ৫.৭৫ আউন্স (পরিধি ২৩.৫ সেমি)।


25. হকি প্রতিযােগিতার সময় কত?

উঃ ৩৫ মিনিট করে মাঝের বিরতি ছাড়া মােট ৭০ মিনিট।


26. বিশ্বকাপ হকি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

উঃ ৪ বছর।


27. হকি খেলা অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় কখন?

উঃ ১৯০৮ সালে।


28. হকি খেলা অলিম্পিকে প্রথম চ্যাম্পিয়ন কোন দেশ?

উঃ ভারত।


29. বিশ্বকাপ হকি প্রথম অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৭১ সালে।


30. বিশ্বকাপ হকিতে প্রথম চ্যাম্পিয়ন কোন দেশ?

উঃ পাকিস্তান।


31. প্রথম মহিলা বিশ্বকাপ হকি অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৭৪ সালে।


32. প্রথম মহিলা বিশ্বকাপ হকিতে প্রথম চ্যাম্পিয়ন কোন দেশ?

উঃ নেদারল্যান্ডস ।


33. ২০১০ সালের হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ?

উঃ অস্ট্রেলিয়া (রানার্সআপ জার্মানি)।


34. টেনিস খেলার জন্ম কোথায়?

উঃ ইংল্যান্ডে।


35. ‘টেনিস’ কোন শব্দ হতে এসেছে?

উঃ ফরাসি শব্দ ‘টেনিজর’ থেকে।


36. গ্রান্ডস্লাম মােট কতটি?

উঃ ৪টি। যথা-১. উইম্বলডন ২. অস্ট্রেলিয়ান ওপেন ৩. ইউএস ওপেন ৪. ফ্রেঞ্চ ওপেন।


37. মহিলা এককে সর্বাধিক উইম্বলডন শিরােপা কে জয় করেন?

উঃ মার্টিনা নাভ্রাতিলােভা (যুক্তরাষ্ট ৯ বার)।


38. উইম্বলডন টেনিসের প্রথম টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৮৭৭ সালে।


39. আধুনিক টেনিসের উদ্যোক্ত কে?

উঃ ইংল্যান্ডের মেজর ওয়াল্টার ক্লোপটন উইংফিল্ড।


40. আন্তর্জাতিক লং টেনিস ফেডারেশন গঠিত হয় কবে?

উঃ ১৯১৩ সালে প্যারিসে ।


41. উইম্বলডন টেনিস গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উঃ লন্ডনের চার্চ রােডে।


42. উইম্বলডন টেনিসের প্রবর্তক কে?

উঃ অল ইংল্যান্ড ক্লাব।


43. উইম্বলডন টেনিস প্রথম দিকে কি নামে পরিচিত ছিল?

উঃ অল ইংল্যান্ড টেনিস চ্যাম্পিয়নশিপ।


44. উইম্বলডন টেনিসে অংশগ্রহণকারী খেলােয়াড়দের পােশাকের রং কি?

উঃ অফিসিয়ালি সাদা।


45. নারী উইম্বলডন প্রতিযােগিতায় অংশ নেন কবে?

উঃ ১৮৮৪ সাল থেকে।


46. ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপটি কোন দেশে অনুষ্ঠিত হয়?

উঃ ভারত।


47. ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?

উঃ বেলজিয়াম।


48. ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ রানার্সআপ হয়?

উঃ নেদারল্যান্ডস।


49. ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপে কয়টি দেশ অংশগ্রহণ করে?

উঃ ১৬ টি।


50. পুরুষ হকি বিশ্বকাপে সর্বেোচ্চ শিরোপা অর্জন করে কোন দেশ?

উঃ পাকিস্থান ( ৪ বার)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url