HISTORY OF FOOTBALL (1958 WORLD CUP)
১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপ
যােগ্যতা সম্পন্ন ১৬ টি দল
আর্জেন্টিনা
ব্রাজিল
মেক্সিকো
হাঙ্গেরি
অস্ট্রিয়া
ফ্রান্স
প্যারাগুয়ে
চেকোস্লোভাকিয়া
ইংল্যান্ড
ওয়েলস
সুইডেন ( স্বাগতিক দেশ)
উত্তর আয়ারল্যান্ড
সােভিয়েত ইউনিয়ন
স্কটল্যান্ড
পশ্চিম জার্মানি (ডিফেন্ডিক চ্যাম্পিয়ন)
যুগােস্লাভিয়া
খেলার বিন্যাস
১৬ টি দলকে এবারাে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিলাে। কিন্তু এবার গ্রুপ পর্বে কোন ম্যাচ নির্দিষ্ঠ সময় খেলার পর ড্র হলেও অতিরিক্ত সময় না দিয়ে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
১ম গ্রুপ
উত্তর আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, চেকোস্লোভাকিয়া এবং পশ্চিম জার্মানি এই গ্রুপে ছিলাে। এই গ্রম্প থেকে পশ্চিম জার্মানি সর্বোচ্চ ৪ পয়েন্ট এবং উত্তর আয়ারল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বে খেলার যােগ্যতা অর্জন করে। আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। আর্জেন্টিনা দল পরবর্তীতে দেশে ফেরাের পর বুয়েনস আইরেসের ইজিজা বিমানবন্দরে কয়েক হাজার ক্ষুদ্ধ ফুটবল ভক্তের ক্রোধের মুখে পড়ে।
২য় গ্রুপ
এই গ্রুপে যুগােস্লাভিয়া, প্যরাগুয়ে, ফ্রান্স এবং স্কটল্যান্ড নিজেদের মধ্যে লড়াই করে। ফ্রান্স এবং যুগােস্লাভিয়া সমান ৪ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করে।
গােল গড়ে এগিয়ে ছিলাে ফ্রান্স।
৩য় গ্রুপ
স্বাগতিক সুইডেন, ওয়েলস, হাঙ্গেরি এবং মেক্সিকো এই গ্রুপে খেলে। সুইডেন ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এবং ওয়েলস ৩ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। এই গ্রুপে ওয়েলসের সাথে মেক্সিকো ১-১ গােলে ড্র করে ১ পয়েন্ট লাভ করে। এর আগে মেক্সিকো তিনটি বিশ্বকাপে অংগ্রহণ করে টানা ৮টি ম্যাচ হারে। যা এখন পর্যন্ত বিশ্বকাপে কোনাে দল টানা ৯টি ম্যাচ হারেনি।
৪র্থ গ্রুপ
ইংল্যান্ড, সােভিয়েত ইউনিয়ন, ব্রাজিল এবং অস্ট্রিয়া এই গ্রুপে খেলে। এই গ্রুপ থেকে ব্রাজিল সর্বোচ্চ ৫ পয়েন্ট এবং সােভিয়েত ইউনিয়ন ৩ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যােগ্যতা অর্জন করে। আগের টুর্নামেন্টে হতাশা সত্বেও ব্রাজিলকে অত্যন্ত শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয়েছিলাে। এই গ্রুপের প্রতিটা ম্যাচে গড়ে ৩১৩২০ জন দর্শক উপস্থিত ছিলাে। এমনকি স্বাগতিক দেশ সুইডেনের ম্যাচের চেয়েও বেশি।
কোয়ার্টার ফাইনাল
ওয়েলস, ব্রাজিল, সুইডেন, ফ্রান্স, যুগােস্লাভিয়া, উত্তর আয়ারল্যান্ড, সুইডেন এবং সােভিয়েত ইউনিয়ন এই ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল/নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
১ম ম্যাচে ব্রাজিল ও ওয়েলস মুখােমুখি হয়। ব্রাজিল ১-০ গােলে জিতে।
২য় ম্যাচে ফ্রান্স ৪-০ গােলে বড় ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফইনাল খেলার যােগ্যতা অর্জন করে।
৩য় ম্যাচে স্বাগতিক সুইডেন সােভিয়েত ইউনিয়নকে ২-০ গােলে হারায়।
৪র্থ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি ১-০ গােলে যুগােস্লাভিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলে।।
সেমিফাইনাল
ফ্রান্স, ব্রাজিল, সুইডেন এবং পশ্চিম জার্মানি এই পর্বে খেলার যােগ্যতা অর্জন করে।
১ম খেলায় ব্রাজিল মুখােমুখি হয় ফ্রান্সের। এই খেলায় ৫-২ গােলের বিশাল ব্যবধানে
২য় ম্যাচে সুইডেন ৩-১ গােলে পশ্চিম জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠে।
৩য় ও ৪র্থ স্থান
ফ্রান্স ৬-৩ গােলের বিশাল ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিকে হারিয়ে ৩য় হয় এবং পশ্চিম জার্মানি হয় ৪র্থ। ফ্রান্সের ফন্টেইন ৪ টি গােল করেন। এই বিশ্বকাপে তিনি মােট ১৩ টি গাের করেন। যা কোনাে টুর্নামেন্টে একটা প্লেয়ারের সর্বোচ্চ গােল। যে রেকর্ড এখনাে কেউ ভাঙতে পারেনি।
ফাইনাল ম্যাচ
টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল এবং স্বাগতিক সুইডেন ফাইনালে মুখােমুখি হয়। ব্রাজিল ৫-২ গােলে সুইডেনকে হারায়। সােলনায় রাসুন্দা স্টেডিয়ামে ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার ৪ মিনিটে ব্রজিল গােল খেয়ে যায়। লে সবাইকে ছাড়িয়ে ২ টি গােল করেন। খেলা ৫-২ গােলে ব্রাজিল জিতে। এটি ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। কম (১৭ বছর) বয়সে একসাথে বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া এবং গােল করা প্লেয়ার হন পেলে।