Cricket GK Short Question and Answer

cricket quiz,cricket,cricket quiz questions and answers,cricket gk,the ant and the cricket question answer,cricket questions,cricket quiz questions an

1. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশে দলের অধিনায়ক কে ছিলেন? 

উত্তরঃ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশে দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা।

2. চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭-তে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? 

উত্তরঃ চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭-তে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।


3. বাংলাদেশের ক্রিকেট বাের্ডের বর্তমান সভাপতির নাম কী? 

উত্তরঃ বাংলাদেশ ক্রিকেট বাের্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।


4. বাংলাদেশের পক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকে কোন কোন খেলােয়াড় পাঁচটি করে উইকেট লাভ করেছেন? 

উত্তরঃ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


5. ২০১৮ সালের টি-২০ মহিলা এশিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এ খেলায় কোন কোন দেশ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিল?

উত্তরঃ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। এই খেলায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং রানার্স আপ হয় ভারত। 


6. বাংলাদেশ কত সালে ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভ করে?

উত্তরঃ উবাংলাদেশ ২০০০ সালে ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভ করে।


7.এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের অর্জন কী?

উত্তরঃএশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।


8. ICC এর পূর্ণরূপ কী? 

উত্তরঃ ICC = International Cricket Council.


9.ICC প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ICC প্রতিষ্ঠিত হয় ১৫ জুন ১৯০৯ সালে।


10. বাংলাদেশ কত সালে ICC চ্যাম্পিয়ন হয়?

উত্তরঃ বাংলাদেশ ICC চ্যাম্পিয়ন হয় ১৯৯৭ সালে।


11. “গুগলি” শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?

উত্তরঃ ক্রিকেট।


12. বাংলাদেশ কোন দেশের সাথে শততম টেস্ট ক্রিকেট খেলেছে?

উত্তরঃ বাংলাদেশ শততম টেস্ট খেলে শ্রীলংকার সাথে ।


13. শততম টেস্ট ক্রিকেটে কোন খেলােয়াড় ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন।

উত্তরঃ শততম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ তামিম ইকবাল।


14. ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযােগিতা ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হয়।


15. ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল ও কীভাবে অংশগ্রহণ করে?

উত্তরঃ ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযােগিতার গ্রুপ পর্বের খেলাগুলাে রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশগ্রহণকারী দশ দলই একে-অপরের বিপক্ষে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। এর ফলে সর্বমােট ৪৫টি খেলা সম্পন্ন হয়। প্রত্যেক দলই সর্বমােট নয়টি খেলায় অংশ নেয়। গ্রুপের শীর্ষ চার দল নক-আউট পর্বে উপনীত হয়। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল।


16. ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলাের কি কি?

উত্তরঃ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং আফগানস্থান।


17. ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়ােজনকারী দেশের নাম কী?

উত্তরঃ ইংল্যান্ড।


18. ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে?

উত্তরঃ ৮টি দেশ অংশগ্রহণ করে। এগুলাে হলাে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।


19. ICC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ICC-এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।


20. বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মােট সদস্য রাষ্ট্র কয়টি?

উত্তরঃ বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মােট সদস্য রাষ্ট্র ১২টি।


21. লর্ডস মাঠটি কী খেলার জন্য বিখ্যাত?

উত্তরঃ ক্রিকেট।


22. বাংলাদেশ ক্রিকেট-এর অভিষেক দল কোনটি?

উত্তরঃ বাংলাদেশ ক্রিকেট-এর প্রথম ODI অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে পাকিস্তানের সাথে।


23. বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেট কোন দলের বিপক্ষে খেলে?

উত্তরঃ শ্রীলংকা।


24. বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেট ম্যাচে সেঞ্চুরি করেন কে?

উত্তরঃ অষ্টম ক্রিকেটার হিসেবে দেশের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েন সাকিব আল হাসান।


25. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল কোন দেশে এবং কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং কোন কোন দলের মধ্যে হয়েছিল?

উত্তরঃ ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল।

26. কার নেতৃেত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলার (ক্রিকেট) যােগ্যতা লাভ করে?

উত্তরঃ আকরাম খান।


27. ক্রিকেট জগতে অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের নাম কী?

উত্তরঃ মােহাম্মদ আশরাফুল।


28. ক্রিকেটে খেলােয়াড়রা সাদা পােশাক পরিধান করে কেন?

উত্তরঃ সাদা কাপড় তাপ শােষণ করে কম ফলে গরম লাগে কম। সেজন্য টেস্ট ক্রিকেটে খেলােয়াড়রা সাদা পােশাক পরিধান করে।


29. T20 2014-এ চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ শ্রীলঙ্কা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url