Football GK Short Question and Answer (Part 2)

football,gk questions and answers,world cup football quiz questions and answers,sports gk questions and answers,gk questions,football freestylers,foot

1. প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার (নারী) কে?

উত্তরঃ মিয়া হ্যাম, যুক্তরাষ্ট্র; ২০০১ সালে।

2. সর্বাধিকবার ফিফা ব্যালন ডি’অর বিজয়ী (পুরুষ) কে?
উত্তরঃ লিওনেল মেসি, আর্জেন্টিনা (৭ বার)।

3. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
উত্তরঃ ৪ বছর।

4. টোটাল ফুটবলের জনক বলা হয় কাকে?
উত্তরঃ নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।

5. জুলে রিমে কাপ কবে তৈরি করা হয়?
উত্তরঃ ১৯৩০ সালে।


6. বিশ্বকাপ ফুটবল কোন কোন সালে অনুষ্ঠিত হয়নি এবং কেন?
উত্তরঃ ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

7. জুলে রিমে কাপের ভাস্কর কে?
উত্তরঃ অ্যাবেল লাফ্রেউর (Lafleur), ফ্রান্স।

8. বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ মিশর (১৯৩৮ সালে)।

9. ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে।

10. ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর কে?
উত্তরঃ সিলভিও গাজ্জানিগা, ইতালি ।

11. বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচে কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।

12. বিশ্বকাপ ফুটবলে প্রথম গােলদাতা কে?
উত্তরঃ লুই লরেন্ট (ফ্রান্স); বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।

13. বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় কখন?
উত্তরঃ ১৯৩৮ সালে।

14. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।

15. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক বিজয়ী হয় কোন দেশ?
উত্তরঃ ব্রাজিল। পাঁচ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।

16. বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৩ বার সেমিফাইনাল খেলা একমাত্র দল কোনটি?
উত্তরঃ জার্মানি।

17. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী খেলােয়ার কে?
উত্তরঃ লােথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।

18. বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?
উত্তরঃ টনি নিয়ােলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।

19. বিশ্বকাপ ফুটবলে বয়ােজ্যেষ্ঠ খেলােয়াড় কে?
উত্তরঃ ফারিদ মনড্রাগন (কলম্বিয়া); ৪৩ বছর ৩ দিন।

20. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গােলদাতা কে?
উত্তরঃমিরােস্লাভ ক্লোসা (জার্মানি); ১৬টি।

21. বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্টে সর্বাধিক গােলদাতা কে?
উত্তরঃ জাস্ট ফন্টেইন (ফ্রান্স); ১৩টি

22. বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গােলদাতা কে?

উত্তরঃ ওলেগ সালেঙ্কো (রাশিয়া); ৫টি; বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।


23. বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী কে?

উত্তরঃ বাৰ্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।


24. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী কে?

উত্তরঃ ২টি করে ৪ জন; স্যান্ডর ককসি (ঙ্গেরি, ১৯৫৪); জাস্ট ফন্টেইন, (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৮)


25. বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একমাত্র হ্যাটট্রিককারী কে?

উত্তরঃ ইংল্যান্ডের জিওফ হাস্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির।


26. বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গােলদাতা কে?

উত্তরঃ পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন; বিপক্ষ ওয়েলস।


27. বিশ্বকাপ ফুটবলে বয়ােজ্যেষ্ঠ গােলদাতা কে?

উত্তরঃ ফারিদ মনড্রাগন (কলম্বিয়া, ২০১৪); ৪৩ বছর ৩ দিন।


28. বিশ্বকাপ ফুটবলে খেলােয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে?

উত্তরঃ মারিও জাগালাে (ব্রাজিল) ও ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (প, জার্মানি)।


29. টানা চার বিশ্বকাপে গােল করার রেকর্ডের অধিকারী কতজন ও কে কে?

উত্তরঃ ৩ জন। তারা হলেন-পেলে (ব্রাজিল), উয়ে শিলার (জার্মানি) ও মিরােস্লাভ ক্লোসা (জার্মানি)।


30. বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোন দেশ স্কোয়াডের ২৩ জন সদস্যকেই মাঠে নামায়?

উত্তরঃ নেদারল্যান্ডস (কোচ লুই ভন গাল; ২০১৪ বিশ্বকাপে সকল সদস্যকে মাঠে নামায়)।


31. বিশ্বকাপে সর্বাধিক গােল করা ও গােল খাওয়া দেশ কোনটি?

উত্তরঃ জার্মানি (গােল করেছে ২২৪টি ও খেয়েছে ১২১টি)


32. বিশ্বকাপের ফাইনালে বদলি খেলােয়াড় হিসেবে প্রথম জয়সূচক গােল করেন কে?

উত্তরঃ মারিও গােয়েৎজে (জার্মানি)।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url