Top 50 Cricket GK question and answer

Top 50 Cricket GK question and answer

1. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ভেন্যু কোনটি?

উঃ লর্ডস, ইংল্যান্ড।


2. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ব্যাটারের নাম কি?

উঃ জন জেমসন (ইংল্যান্ড)।


3. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম বােলারের নাম কি?

উঃ মদনলাল শর্মা (ভারত)।


4. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম উইকেটশিকারী বােলারের নাম কি?

উঃ মহিন্দর অমরনাথ (ভারত)।


5. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি ব্যাটারের নাম কি?

উঃ জন জেমসন (ইংল্যান্ড)।


6. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয় কে?

উঃ জন জেমসন (ইংল্যান্ড)।


7. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আম্পায়ারের নাম কি?

উঃ ডেভিড কনষ্ট্যান্ট ও ল্যানগ্রিড (ইংল্যান্ড) ।


8. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম জয়ী দলের নাম কি?

উঃ ইংল্যান্ড।


9. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন দলের নাম কি?

উঃ ওয়েস্ট ইন্ডিজ।


10. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম হ্যাটট্রিককারী বােলার কে?

উঃ চেতন শর্মা (ভারত), বিপক্ষ নিউজিল্যান্ড; ১৯৮৭।


11. বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রান কার?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত) ৪৫ ম্যাচে ২২৭৮ রান।


12. বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক কোন ব্যাটারের?

উঃ টেন্ডুলকার (ভারত) ৬টি ।


13. বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক রান কার?

উঃ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ২৩৭ রান, ২০১৫ সালে ।


14. বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বাধিক রান কার?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত); ১১ ম্যাচে ৬৭৩ রান, ২০০৩ সালে।


15. বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট কার?

উঃ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া); ৩৯ ম্যাচে ৭১ উইকেট ।


16. বিশ্বকাপের এক ইনিংসে সেরা বােলিং কার?

উঃ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া); ৭/১৫।


17. বিশ্বকাপের এক টুর্নামেন্টে উইকেট কার?

উঃগ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া); ১১ ম্যাচে ২৬ উইকেট।


18. বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি কার?

কেভিন ও'ব্রায়েন (আয়ারল্যান্ড), ৫০ বলে; বিপক্ষ ইংল্যান্ড।


19. বিশ্বকাপে এক ওভারে সর্বোচ্চ রান কার?

উঃ দ. আফ্রিকার হার্শেল গিবস (৬ বলে ৩৬ রান)।


20. বিশ্বকাপে সর্বাধিক ম্যান অব দ্যা ম্যাচ হয় কে?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত)।


21. বিশ্বকাপে দলীয় সর্বাধিক রান কোন দলের?

উঃ ৪১৭/৬; অস্ট্রেলিয়া বিপক্ষ আফগানিস্তান।


22. বিশ্বকাপে দলীয় সর্বনিম্ন রান কোন দলের?

উঃ ৩৬ রান; কানাডা; বিপক্ষ শ্রীলঙ্কা।


23. বিশ্বকাপে সর্বাধিক রানে জয় কোন দলের?

উঃ ২৭৫ রানে; অস্ট্রেলিয়া বিপক্ষ আফগানিস্তান; ২০১৫


24. বিশ্বকাপে দ্রুততম অর্ধশত কার?

উঃ ব্রেন্ডণ ম্যাককালাম (নিউজিল্যান্ড); ১৮ বলে বিপক্ষ ইংল্যান্ড; ২০১৫।


25. এক বিশ্বকাপে সর্বাধিক অতিরিক্ত রান কোন দলের?

উঃ পাকিস্তান; ৫৯ রান (বিপক্ষ স্কটল্যান্ড,১৯৯৯)।


26. বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ খেলে কে?

উঃ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া); ২৯ টি।


27. বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলে কে?

উঃ রিকি পন্টিং; ৪৬টি ।


28. বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক জয় কার?

উঃ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া); ২৯ ম্যাচে ২৬টি।


29. বিশ্বকাপে সর্বাধিক সংগ্রহকারী প্লেয়ার কে?

শচীন টেন্ডুলকার (ভারত) ও জাভেদ মিঃ

(পাকিস্তান); ৬ বার।


30. আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

উঃ দুই বছর (২০১৬ সালের পর থেকে ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়)।


31. প্রথম স্বীকৃত টুয়েন্টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?

উঃ ২০০৫ সালে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)।


32. প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ কবে কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ১১-১৪ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকা।


33. প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ চ্যাম্পিয়ন কোন দেশ?

উঃ ভারত (রানার্সআপ পাকিস্তান)।


34. আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে?

উঃ ক্রিস গেইল (২০০৭)।


35. আইসিসি ওয়ার্ল্ড টি-২০-এর সর্বাধিক রানের অধিকারী কে?

উঃ মাহেলা জয়াবর্ধানে (শ্রীলঙ্কা); ১০১৬ রান।


36. আইসিসি ওয়ার্ল্ড টি-২০-এর সর্বাধিক উইকেট শিকারি কে?

উঃ ল্যাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা); ৩৮টি।


37. ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ভারত; ৪ মার্চ-৩ এপ্রিল ২০১৬।


38.আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ট্রফির পূর্বনাম কি?

উঃ আইসিসি ট্রফি।


39. আইসিসি ক্রিকেট কখন থেকে শুরু হয়?

উঃ ১৯৭৯ সালে (চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা)।


40. বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয় কখন?

উঃ ১৯৯৭ সালে।


41. ২০১৪ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উঃ স্কটল্যান্ড (রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত)।


42. আইসিসি অ্যাওয়ার্ড প্রদান শুরু হয় কবে?

উঃ ২০০৪ সালে।


43. প্রথম আইসিসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন কে?

উঃ রাহুল দ্রাবিড়; ভারত (বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। রাহুল দ্রাবিড়; ভারত ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ; ইংল্যান্ড)।


44. এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রতিষ্ঠা লাভ করে কবে?

উঃ ১৯৮৩ সালে।


45. এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সদর দপ্তর কোথায়?

উঃ কুয়ালালামপুর, মালয়েশিয়া।


46. এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সদস্য দেশ কতটি?

উঃ ২৫টি।


47. প্রথম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৮৩-৮৪ সালে (চ্যাম্পিয়ন ভারত)।


48. ২০১৪ সালের এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উঃ শ্রীলঙ্কা (রানার্সআপ পাকিস্তান)।


49. প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৭৩।


50. ২০০৯ সালে স্বীকত প্রথম ও নবম মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উঃ ইংল্যান্ড।


**** ২০১৩ সালে দশম মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উঃ অস্ট্রেলিয়া (রানার্সআপ ওয়েস্ট ইন্ডিজ)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url