Top Sports GK question and answer- Bangla
1. ভলিবল খেলার উৎপত্তি কোথায়?
উঃ যুক্তরাষ্ট্র।
2. বাস্কেটবল খেলার জন্ম কোথায়?
উঃ যুক্তরাষ্ট্র।
3. কারাতে খেলার উৎপত্তি কোথায়?
উঃ ভারত।
4. দাবা খেলার উৎপত্তি কোথায়?
উঃ ভারত।
5. কাবাডি (হা-ডু-ডু) খেলার উৎপত্তি কোথায়?
উঃ ভারত।
6. ফুটবল কোন কোন দেশের জাতীয় খেলা?
উঃ আর্মেনিয়া, আলবেনিয়া, বাহরাইন, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ঘানা, বলিভিয়া, বসনিয়াহারজেগাভিনা, বুলগেরিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইকুয়েডর, ইরাক, লেবানন, উগান্ডা, পেরু।
7. ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা?
উঃ অষ্ট্রেলিয়া, এন্টিগুয়া অ্যান্ড বারবুদা, বার্বাডােস, বারমুদা,
গ্রানাডা, গায়ানা, জ্যামাইকা।
8. হকি কোন দেশের জাতীয় খেলা?
উঃ পাকিস্তান, ভারত।
9. হকি ও বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা?
উঃ লাটভিয়া।
10. বাস্কেট বল কোন দেশের জাতীয় খেলা?
উঃ লিথুয়ানিয়া।
11. কাবাডি কোন দেশের জাতীয় খেলা?
উঃ বাংলাদেশ।
12. বাংলাদেশের জাতীয় খেলা কি?
উঃ কাবাডি।
13. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
উঃ ভলিবল ।
14. তীরন্দাজি বা ধনুবিদ্যা কোন দেশের জাতীয় খেলা?
উঃ ভুটান।
15. ব্রাজিলের জাতীয় খেলা কি?
উঃ Capoeira।
16. কানাডার জাতীয় খেলা কি?
উঃ হকি ও Lacrosse ।
17. বেসবল কোন কোন দেশের জাতীয় খেলা?
উঃ কিউবা, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ডােমিনিকান, প্রজাতন্ত্র,
পানামা, নিকারাগুয়া।
18. টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা?
উঃ চীন ।
19. রাগবি কোন কোন দেশের জাতীয় খেলা?
উঃ নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ইংল্যান্ড।
20. ফুটবল ও রাগবি কোন দেশের জাতীয় খেলা?
উঃ আইভরিকোষ্ট।
21. আফগানিস্তানের জাতীয় খেলা কি?
উঃ বক্সিং।
22. বক্সিং কোন দেশের জাতীয় খেলা?
উঃ আফগানিস্তানের।
23. আর্জেন্টিনার জাতীয় খেলা কি?
উঃ পাতাে।
24. দাবা কোন দেশের জাতীয় খেলা?
উঃ আজারবাইজান।
25. অষ্ট্রিয়ার জাতীয় খেলা কি?
উঃ আলপিন স্কিং।
26. বেলারুশের জাতীয় খেলা কি?
উঃ ফুটবল ও হকি।
27. সাইক্লিং কোন দেশের জাতীয় খেলা?
উঃ বেলজিয়াম।
28. ব্যাডমিন্টন কোন কোন দেশের জাতীয় খেলা?
উঃ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
29. জাপানের জাতীয় খেলা কি?
উঃ জুডাে।
30. ঘােরদৌড় কোন দেশের জাতীয় খেলা?
উঃ তুর্কমেনিস্তান।
31. ষাড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা?
উঃ স্পেন।
বিভিন্ন খেলার বিখ্যাত খেলােয়াড় নাম
পেলে - ব্রাজিল
ডিয়েগাে ম্যারাডােনা - আর্জেন্টিনা
ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার - জার্মানি
লিওনেল মেসি - আর্জেন্টিনা
ইউসেবিও - পর্তুগাল
লেব ইয়াসিন - রাশিয়া
জিনেদিন জিদান - ফ্রান্স
জোহান ক্রুইফ - নেদারল্যান্ডস
রাইনাস মিশেলেস - নেদারল্যান্ডস
লােথার ম্যাথিউস - জার্মানি