Cricket GK question and answer (part 3)

cricket quiz questions and answers,cricket quiz questions and answer,cricket quiz questions,cricket quiz,cricket questions,gk questions and answers,cr

1. ওয়ানডে ক্রিকেটের প্রস্তাবক কোন সংস্থা?

উঃ মেরিলিবােন ক্রিকেট ক্লাব (এমসিসি)।


2. একদিনের ক্রিকেট ম্যাচ সর্বপ্রথম কোথায় হয়েছিল?

উঃ অস্ট্রেলিয়ায়।


3. একদিনের ক্রিকেট ম্যাচ কবে শুরু হয়?

উঃ ৫ জানুয়ারি ১৯৭১।


4. ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রাহক কে?

উঃ মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা।


5. ওয়ানডে ও টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক কে?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত)।


6. ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত)।


7. একদিনের ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক কে?

উঃ রােহিত শর্মা, ভারত।


8. ওয়ানডে ক্রিকেটে সর্বাধিকবার ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কে?

উঃ শচীন টেন্ডুলকার।


9. একদিনের ক্রিকেটের সেরা বােলিং কার?

উঃ ৮/১৯ রানে (চামিন্দা ভাস, শ্রীলঙ্কা)।


10. এক ওভাবে ছয় ছক্কা হাঁকানাে ক্রিকেটারগুলো কারা?

উঃ ১. গ্যারি সােবার্স (প্রথম শ্রেণি, ১৯৬8)

২. রবি শাস্ত্রি (প্রথম শ্রেণি, ১৯৮৪)

৩. হার্শেল গিবস (ওয়ানডে, ২০০৭)

৪. যুবরাজ সিং (টি-টোয়েন্টি, ২০০৭)

৫. নাইম ইসলাম (ঘরােয়া ক্রিকেট, ২০০৯)

৬. অ্যালেক্স হেলস ( টি-টোয়েন্টি ব্লাস্ট, ২০১৫)

৭. রস হোয়াইটলি ( টি-টোয়েন্টি ব্লাস্ট, ২০১৭)


11. প্রথম বিশ্বকাপ ক্রিকেট কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ৭-২১ জুন ১৯৭৫, ইংল্যান্ড।


12. কােন কােন বিশ্বকাপ ক্রিকেটে ৬০ ওভারের খেলা প্রচলিত ছিল?

উঃ ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩।


13. কােন বিশ্বকাপ ক্রিকেট থেকে ৫০ ওভারের ম্যাচ খেলা প্রচলন হয়?

উঃ ১৯৮৭ সালে ।


14. প্রথম ১৫ ওভারে বাধ্যতামূলক ফিল্ডিং পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপে?

উঃ ১৯৯২ বিশ্বকাপে।

15. রঙিন পোশাক, সাদা বল ও দিবারাত্রির প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৯২ সালে ।


16. ইউডিআিরএস (UDRS-Umpire Decision Review System) কত সালে চালু হয় ?

উঃ ২০১১ সালে ।


17. 20 ওভারের Power Play পদ্ধতি চালু হয় কোন বিশ্বকাপ থেকে?

উঃ ২০১১ সালে। বাধ্যতামূলক, এর পরের ৪০ ওভারের মধ্যে ৫ ওভার বােলিং পাওয়ার প্লে ও ৫ ওভার ব্যাটিং পাওয়ার প্লে।


18. বিশ্বকাপে কে কার এক ওভারে ৬টি ছক্কা অর্থাৎ ৩৬ রান করেন?

উঃ দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস; বােলার; নেদাল্যান্ডসের ডান ভ্যান বাঙ্গি (২০০৭ সালে)।


19. বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টানা ৪ বার কে আম্পায়ারিং করেন?

উঃ স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ)।


20. বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার হিসেবে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেন কে?

উঃ ডেভিড শেফার্ড, ইংল্যান্ড (৪৬টি)।


21. একমাত্র ব্যক্তি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলার পাশাপাশি আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েন কে?

উঃ কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)।


22. বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ টানা বেশি ম্যাচ জয়লাভ করে?

উঃ অস্ট্রেলিয়া।


23. বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ কত রান তাড়া করে জয় পায়?

উঃ ৩২৯/৭ আয়ারল্যান্ড; ইংল্যান্ডের বিপক্ষে।


24. বিশ্বকাপ ক্রিকেটে টানা সর্বাধিক জয় কোন দলের?

উঃ অস্ট্রেলিয়া, ২৫টি।


25. বিশ্বকাপ ক্রিকেটে টানা অপরাজিত দল কোনটি?

উঃ অস্ট্রেলিয়া, ৩৭টি ম্যাচ।


26. বিশ্বকাপ তথা ওয়ানডে ক্রিকেটে টানা ৪ সেঞ্চুরি করেন কে?

উঃ কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা); ২০১৫।


27. বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বয়ােঃজোষ্ঠ খেলােয়ার কে?

উঃ নােলান ক্লার্ক (বারবাডােস), ৪৭ বছর ২৯৭ দিন।


28. বিশ্বকাপ ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলােয়াড় কে?

উঃ নীতিশ কুমার (কানাডা); ১৬ বছর ২৮৩ দিন।

29. বিশ্বকাপ ক্রিকেটে মােট সেঞ্চুরি কতটি?

উঃ ১৬৫টি ( ২০১৫ সাল পর্যন্ত।


30. বিশ্বকাপ ক্রিকেটে টাই ম্যাচ কতটি?

উঃ ৪টি।


31. বিশ্বকাপ ক্রিকেটে মােট এ পর্যন্ত কতটি দেশ অংশগ্রহণ করেছে?

উঃ ২০টি।


32. প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কে ১৭৪ বলে ৩৬ রান করেন?

উঃ সুনীল গাভাস্কার।


33. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অনুষ্ঠিত হয় কোন দেশে?

উঃ ইংল্যান্ড।


34. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অনুষ্ঠিত হয় কখন?

উঃ ১৯৭৫ সালে।


35. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করে?

উঃ ভারত বনাম ইংল্যান্ড।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url