Sports GK Question and Answer ( part 3 )

sports gk questions and answers,sports quiz questions and answers,sports gk questions,gk questions and answers,questions on sports and games with answers,sports gk,general knowledge questions and answers,sports questions and answers,questions on sports,sports quiz questions and answers 2020,sports questions,gk questions,trivia questions and answers,sport quiz question and answers,sport questions and answers

1. নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত?

উঃ দাবা।


2. কমনওয়েলথ গেম কবে কোথায় প্রথম শুরু হয়?

উঃ 1930 সালে কানাডার হ্যামিল্টনে।


3. হুক পাস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়?

উঃ বাস্কেটবল।


4. আগাখান ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

উঃ হকি।


5. হকি কোন দেশের জাতীয় খেলা?

উঃ পাকিস্তান।


6. বাস্কেটবল খেলা প্রবর্তন করেন কে?

উঃ জেমস নাইস্মিথ।


7. ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামটি কোথায় অবস্থিত?

উঃ কলকাতায়।


8. প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে সেঞ্চুরি করেন
কে?

উঃ মfনিশ পান্ডে ।


9. খাে খাে খেলায় একটি দলে কতজন খেলােয়াড় থাকে?

উঃ 9 জন।


10. ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

উঃ হকি।


11. কোন বছর অলিম্পিক খেলা ফুটবলকে সংযুক্ত করা হয়?

উঃ 1908।


13. প্রখ্যাত দাবা খেলােয়াড় ম্যাগনাস কার্লসেন কোন দেশের বাসিন্দা?

উঃ নরওয়ে।


14.ম্যারাথন দৌড়ের দূরত্ব কত?

উঃ 26 মাইল 385 গজ।


15. চীনের জাতীয় খেলা কী?

উঃ টেবিল টেনিস।

আরো পড়ুন


16. অলিম্পিক গেমসের প্রতীকের পাঁচটি রিং এর মধ্যে নীল রংটি কোন মহাদেশকে সূচিত করে?

উঃ ইউরােপ।


17. কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত?

উঃ গলফ।


18. 'চায়নাম্যান'- শব্দটি কোন খেলায় প্রযােজ্য?

উঃ ক্রিকেট।


19. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ 1951 সালে ভারতের নিউ দিল্লিতে।


21.দাবা খেলার উৎপত্তি হয় কোথায়?

উঃ ভারতে।


22. 'বিশপ' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ দাবা।


23. হকি খেলার উৎপত্তি কোথায়?

উঃ গ্রিসে।


24. টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে?

উঃ সি.কে. নাইডু।


25. ভুটানের জাতীয় খেলা কোনটি ?

উঃ তীরন্দাজী।


26. প্রথম অলিম্পিক কবে হয়েছিল?

উঃ খ্রিষ্টপূর্ব ৭৭৬।


27. 'Tee' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

Ans:- পাটিয়ালাগল্ফ ।


28. পুরুষদের টেনিসে সবথেকে বেশিবার কে গ্যান্ড স্লাম খেতাব জেতেন?

উঃ রড লেভার


29. ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ পাটিয়ালা।


30. ফুটবল খেলা কবে শুরু হয়?

উঃ খ্রিষ্টীয় চতুর্থ শতকে।


31. কোন খেলােয়াড় ‘উড়ন্ত শিখ’ নামে পরিচিত?

উঃ মিলখা সিং।


32. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ইংল্যান্ডে।


33. আন্তর্জাতিক অলম্পিক খেলার সদরদপ্তর কোথায় অবস্থিত? উঃ সুইজারল্যান্ড।


34. অর্জুন পুরস্কার প্রাপক প্রথম ক্রিকেটরের নাম কি?

উঃ সেলিম দুরাণী।


35. Tigerwood কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ গল্ফ। গুরুত্বপূর্ণ কিছু তথ্য


36. শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি?

উঃ ভলিবল।


37. কবাডি খেলায় একটি দলে কতজন খেলােয়াড় থাকে?

উঃ ৭ জন।


38. কোন ক্রীড়াবিদ প্রথম ভারতরত্ন পুরস্কার পান?

উঃ শচীন টেন্ডুলকার।


39. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পান?

উঃ বিশ্বনাথন আনন্দ।


40. কোন বলের ব্যাস সবচেয়ে বেশি?

উঃ স্কোয়াশ।


41. মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর যান কি?

উঃ Goal।


42. দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?

উঃ খেলার কোচেদের জন্য।


43. ‘রঙ্গস্বামী কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ ব্যাডমিন্টন।


44. কোন খেলাটি "British Empire Games" নামে পরিচিত ছিল?

উঃ কমনওয়েলথ গেমস।


45. সচিন টেন্ডুলকার কোন দলের বিপক্ষে ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?

উঃ বাংলাদেশ।


46. স্বাধীন ভারতের কোন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়?

উঃ ফিরােজ শাহ কোটলা,দিল্লি।


47. Snooker-এ কতগুলি লাল বল রয়েছে?

উঃ ১৫টি।


48. ভারতের কোন খেলােয়াড় “Pocket Dynamo” নামে বিখ্যাত ছিল?

উঃ কে.ডি.যাদব।


49. “National Football Museum” কোন দেশে অবস্থিত?

উঃ ইংল্যান্ড।


50. 'International Cricket Council এ প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?

উঃ জগমােহন ডালমিয়া।


51. কোন ভারতীয় প্রথম কোনও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছে?

উঃ অভিনব বিন্দ্রা।


52. 'Rungrado May Day Stadium' কোন দেশে অবস্থিত?

উঃ উত্তর কোরিয়া।


53.‘Gambit’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ দাবা।


54. এক ওভারে ছয়টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে?

উঃ গারফিল্ড সােবার।


55. ‘রােভার্স কাপ' কোন খেলার সঙ্গে যুক্ত?

উঃ ফুটবল। Read More


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url