Sports GK Short Question Answer- Bangla

bangla gk question and answer,sports gk questions and answers,bangla gk questions and answers,general knowledge question and answer in sports,bangla g

1. উইম্বলডন টেনিসের প্রথম পুরুষ বিজয়ীর নাম কি?

উঃ স্পেনসার গোর।


2. উইম্বলডন টেনিসের প্রথম নারী বিজয়ীর নাম কি?

উঃ মড ওয়াটসন।


3. টেবিল টেনিস খেলার টেবিলের মাপ কত?

উঃ ৯ X ৫ ফুট।


4. মাটি থেকে টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা কত?

উঃ ২১ ফুট।


5. বিশ্ব টেবিল টেনিস প্রতিযােগিতা শুরু হয় কবে?

উঃ ১৯২৬ সালে।


6. টেবিল টেনিস খেলার নেটের মাপ কত?

উঃ ৬ ফুট x ৬ ইঞ্চি।


7. বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম কি?

উঃ সােয়েথ লিং কাপ।


8. এশিয়ান কাপ’, ‘উ থান্ট কাপ’ ট্রফিগুলাে কোন খেলার সাথে জড়িত?

উঃ টেবিল টেনিস।


9. জাতীয় টেবিল টেনিস প্রতিযােগিতা প্রথম অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৭৫ সালে।


10. ব্যাডমিন্টন খেলার জন্ম কবে?

উঃ ১৮৬০ সালে।


11. ব্যাডমিন্টন খেলার প্রারম্ভ কোথায়?

উঃ ভারতীয় উপমহাদেশে।


12. ব্যাডমিন্টন (একক) কোর্টের মাপ কত?

উঃ ৪৪ ফুট x ১৭ ফুট।


13. ব্যাডমিন্টন (দ্বৈত) কোর্টের মাপ কত?

উঃ ৪৪ ফুট x ২০ ফুট।


14. ব্যাডমিন্টন নেটের প্রস্থ কত?

উঃ ২ ফুট।


15. BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শুরু হয় কবে?

উঃ ১৯৭৭ সালে।


16. ব্যাডমিন্টন কবে থেকে কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হয়?

উঃ ১৯৬৬ সালে।


17. মাটি থেকে ব্যাডমিন্টন নেটের উচ্চতা কত?

উঃ ৫ ফুট।


18. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) গঠিত হয় কবে?

উঃ ১৯৩৪ সালে (সদর দপ্তর কুয়ালালামপুর, মালয়েশিয়া)।


19. পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযােগিতা কি নামে অনুষ্ঠিত হয়?

উঃ টমাস কাপ।


20. বিশ্ব ব্যাডমিন্টন (নারী) প্রতিযােগিতা কি নামে অনুষ্ঠিত হয়?

উঃ উবের কাপ।


21. থমাস কাপ, টেঙ্কু আবদুর রহমান কাপ, ইয়ােনেক্স কাপ ট্রফিগুলাে কোন খেলার সাথে জড়িত?

উঃ ব্যাডমিন্টন |


22. স্পেশ কথাটা কি খেলায় ব্যবহৃত হয়?

উঃ ব্যাডমিন্টন খেলায়।


23. একটি শাটল কর্কে পালকের সংখ্যা কতটি?

উঃ ১৪-১৬টি।


24. কবে থেকে উবের কাপ শুরু হয়?

উঃ ১৯৫৬ সাল।


25. ব্যাডমিন্টনে ‘গ্রান্ডস্লাম’ বিজয়ী প্রথম খেলােয়াড় কে?

উঃ ইন্দোনেশিয়ার সুশি সুসান্তি।


26. বাস্কেটবলের জনক কে?

উঃ ড. জেমস নেইল স্মিথ।


27. বাস্কেটবল খেলার জন্ম কখন, কোথায়?

উঃ ১৮৯১ সালে, যুক্তরাষ্ট্রে।


28. বাস্কেটবল কোর্টের মাপ সর্বাধিক কত ফুট?

উঃ ৮৫ ফুট x ৪৫ ফুট।


29. বাস্কেটবলে বাস্কেটের উচ্চতা কত?

উঃ ১০ ফুট।


30. আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল ম্যাচের সময় কত?

উঃ বিরতিসহ ৭০ মিনিট।

31. বাস্কেটবল প্রতিযােগিতায় প্রত্যেক দলে খেলােয়াড়ের সংখ্যা কতজন?

উঃ ৫ জন।


32. বাস্কেটবলের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু হয় কবে?

উঃ ১৯৫৮ সালে।


33. বিশ্ব অলিম্পিকে বাস্কেটবল অন্তর্ভুক্ত হয় কবে?

উঃ ১৯৩৬ সালে।


34. দাবা খেলার উৎপত্তি কোন দেশে?

উঃ ভারতে।


35. দাবা খেলার আদি নাম কি?

উঃ চতুরঙ্গ ।


36. আইসিএফ(ICF)-এর পূর্ণরূপ কি?

উঃ International Chess Federation।


37. উপমহাদেশের প্রথম গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড় কে?

উঃ নিয়াজ মাের্শেদ (বাংলাদেশ); ১৯৮৭ সালে ।


38. গ্যারি কাসপারভ দাবায় একটি বিখ্যাত নাম, এই দাবাড়ু কোন দেশের?

উঃ রাশিয়ার।


39. দাবায় সর্বোচ্চ খেতাব কি?

উঃ গ্রান্ড মাষ্টার।


40. গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান তার নাম কি?

উঃ ডি ব্ল।


41. ভারতের প্রথম গ্রান্ডমাষ্টার কে?

উঃ বিশ্বনাথ আনন্দ (১৯৮৮ সালে)।


42. বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চালু হয় কবে?

উঃ ১৮৮৬ সালে।


43. দাবায় বিশ্বের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার কে?

উঃ নওরােজ ফারহান নূর।


44. ভলিবল খেলার উৎপত্তি হয় কোথায়?

উঃ যুক্তরাষ্ট্রে।


45. ভলিবল কোর্টের মাপ কত?

উঃ ৬০ ফুট X ৩০ ফুট।


46. মাটি থেকে ভলিবলের নেটের উচ্চতা কত ফুট?

উঃ ৮ ফুট (প্রায়)।


47. ভলিবল খেলায় প্রতি দলে খেলােয়াড় থাকে কতজন?

উঃ ৬ জন।


48. অলিম্পিকে ভলিবল অন্তর্ভূক্ত করা হয় কত সালে?

উঃ ১৯৬৪ সালে ।


49. ভলিবল বিশ্বকাপ শুরু হয় কবে?

উঃ ১৯৪৯ সালে (অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর)।


50. কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় কোথায়?

উঃ ভারতে।


51. কাবাডি খেলায় প্রতি দলে খেলােয়াড় থাকে কতজন?

উঃ ১২ জন (খেলতে পারে ৭ জন)।


52. প্রথম এশিয়ান কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কোথায়?

উঃ কোলকাতায় (১৯৮০ সালে।


53. এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভূক্ত হয় কবে?

উঃ ১৯৯০ সালে ।


54. কাবাডি খেলা সাফ গেমসে অন্তর্ভূক্ত করা হয় কোন গেমসে?

উঃ ঢাকা সাফ গেমসে (১৯৮৫ সালে)।


55. বাংলাদেশের জাতীয় খেলার নাম কি?

উঃ কাবাডি ।


56. কাবাডি খেলায় মাঠের পরিমাপ কত?

উঃ ১২.৫ মিটার বাই ১০ মিটার।


57. কাবাডি খেলায় ব্যবহৃত শব্দ কি?

উঃ লােনা, লবি ইত্যাদি।


58. প্রথম বিশ্বকাপ কাবাডি কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ১৯-২১ নভেম্বর ২০০৪: ভারতে।


59. প্রথম বিশ্বকাপ কাবাডিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় কোন কোন দেশ?

উঃ যথাক্রমে ভারত ও ইরান।


60. হ্যান্ডবল খেলার প্রবর্তক কে?

উঃ হােলজার নেলসন।


61. হ্যান্ডবল খেলার মাঠের পরিমাপ কত?

উঃ ৪০ X ২০ মিটার।


62. আন্তর্জাতিক বিষয়াবলি বল খেলার গােলপােষ্টের মাপ কত?

উঃ বিস্তার ৩ মিটার, উচ্চতা ২ মিটার ।


63. পরুষদের হ্যান্ডবল খেলার সময়সীমা কত?

উঃ ১০ মিনিট বিরতিসহ ৭০ মিনিট।


64. হ্যান্ডবল সর্বপ্রথম অন্তর্ভূক্ত হয় কোন অলিম্পিকে?

উঃ মন্ট্রিল অলিম্পিকে (১৯৭৬ সালে)।


65. আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযােগিতা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ অষ্ট্রিয়া-জার্মানির মধ্যে অনুষ্ঠিত হয় এবং খেলায় অষ্ট্রিয়া জয়লাভ করে।


66. জিমন্যাষ্টিক ফেডারেশন গঠিত হয় কবে?

উঃ ১৮৮১ সালে লেইজ, বেলজিয়াম।


67. অনাষ্টিক অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় কখন?

উঃ ১৮৯৬ সালে।


68. সাঁতারকে একটি খেলা হিসেবে পরিচিত করেন কে?

উঃ জাপানের সম্রাট সুইজিন (৩৬ খ্রিস্টপূর্বাব্দে)।


69. সর্বপ্রথম আন্তর্জাতিক সাঁতার প্রতিযােগিতা অনুষ্ঠিত হয় কোথায়?

উঃ ১৮৪৬ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে।


70. অলিম্পিক প্রতিযােগিতায় প্রথমবারের মতাে সাঁতার অন্তর্ভূক্ত হয় কখন?

উঃ ১৮৯৬ সালে, এথেন্সে ।


71. আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?

উঃ Federation International de Natation-FINA.


72. অলিম্পিক সাঁতার প্রতিযােগিতায় কখন নারীরা অংশ নেয়?

উঃ ১৯১২ সালে ।


73. আন্তর্জাতিক সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযােগিতা শুরু হয় কখন?

উঃ ১৯৭৩ সালে ।


74. বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জয় করেন কে?

উঃ সাবেক পূর্ব জার্মানির কর্নেলিকা এন্ডার।


75. অলিম্পিক সাঁতারে সর্বাপেক্ষা বেশি স্বর্ণ পদক জয় করেন কে?

উঃ মাইকেল ফেলপস (১৪টি)।


76. সর্বপ্রথম ডুব সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিল কে?

উঃ ফ্রেড ব্যালডাসারে (মার্কিন যুক্তরাষ্ট্র)।


77. সর্বপ্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন কে?

উঃ ম্যাথিউ ওয়েব (ইংল্যান্ড), ১৮৭৫ সালে ।


78. সর্বপ্রথম (নারী) ইংলিশ চ্যানেল পাড়ি দেন কে?

উঃ গারট্রডে এডারলে (মার্কিন যুক্তরাষ্ট্র), ১৯২৬ সালে ।


79. অলিম্পিক সাঁতারে প্রথম স্বর্ণবিজয়ী কে?

উঃ আলফ্রেড হ্যাজাস (হাঙ্গেরি), ১৮৯৬ সালে।


80. সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেন কে?

উঃ বােনােই লেকোমতে, তিনি ফ্রান্সের নাগরিক।


81. বক্সিংয়ের উদ্ভাবক কে?

উঃ থিসিয়াস।


82. বক্সিংয়ে কাকে দ্য গ্রেটেষ্ট বলা হয়?

উঃ মােহাম্মদ আলীকে।


83. আধুনিক অলিম্পিকে কবে মুষ্টিযুদ্ধ অন্তভূক্ত হয়?

উঃ ১৯০৪।


84. আধুনিক আইনে কবে প্রথম বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়?

উঃ ১৮৯২ সালে।


85. মুষ্টিযুদ্ধ মাইক টাইসনের বর্তমান নাম কি?

উঃ মালিক আবদুল আজিজ।


86. বিবিসি কাকে শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করেছে।

উঃ মােহাম্মদ আলীকে।


87. কাকে মুষ্টিযুদ্ধের পিতা বলা হয়?

উঃ জ্যাক ব্রাউটনকে। তিনিই মুষ্টিযুদ্ধের নিয়মকানুনের প্রবর্তক ।


88. বিশ্ববিখ্যাত মুষ্টিযােদ্ধা মােহাম্মদ আলীর যে কন্যা সম্প্রতি এ পেশায় প্রবেশ করেন তার নাম কি?

উঃ লায়লা আলি।


89. বর্তমানে বক্সিংয়ে অবিসংবাদিত চ্যাম্পিয়ন কে?

উঃ লেনক্স লুইস (ইংল্যান্ড)।


90. বাক্সংয়ে দ্রুততম দ্য কইকেষ্ট কাকে বলা হয়?

উঃ মােহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।

91. বাক্সংয়ের ইতিহাসে প্রথম নারী বনাম পুরুষ লড়াই কবে অনুষ্ঠিত হয়?

উঃ ৯ অক্টোবর ১৯৯৯।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url