Cricket GK short question and answer (part 1)

Cricket GK short question and answer (part 1)

1. ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?

উঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।


2. ক্রিকেট বলের ওজন কত?

উঃ ৫.৫- ৬.৫ আউন্সের মধ্যে।


3. টেস্ট ক্রিকেট শুরু হয় কবে?

উঃ ১৮৭৭ সালে ।


4. টেস্ট ক্রিকেটে এক ক্রিকেটে এক ইসিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডধারী ব্যাটসম্যান কে?

উঃ ব্রায়ান লারা।


5. টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে?

উঃ মােঃ আশরাফুল।


6. বাংলাদেশ আইসিসি এর সদস্য পদ লাভ করে কবে?

উঃ ১৯৭৬ সালে।


7. বিশ্বকাপ ক্রিকেট আরম্ভ হয় কত সাল থেকে?

উঃ ১৯৭৫ সালে, ইংল্যান্ডে ।


8. ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ২০০ রানের বিশ্বরেকর্ডধারী ব্যাটসম্যানগুলো কারা?

উঃ শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, রােহিত শর্মা, ক্রিস গেইল, মার্টিন গাপটিল, ফখর জামান।


9. সবচেয়ে কম বলে শতরানের অধিকারী ব্যাটসম্যান কে?

উঃ এ বি ডি ভিলিয়ার্স (৩১ বলে), টেস্টে মিসবাহ-উল-হক (৫৬

বলে)।


10. সবচেয়ে বেশি রান সংগ্রহকারী এবং শতরানের বিশ্বরেকর্ডধারী ব্যাটসম্যান কে?

উঃ শচীন টেন্ডুলকার ।


11. গুগলি, এলবিডব্লিউ, ডি আর এস, সিলি পয়েন্ট ইত্যাদি কথা ব্যবহৃত হয় কোন খেলায়?

উঃ ক্রিকেট খেলায়।


12. ১ ইনিংসে ১০ উইকেট লাভ করা প্রথম বােলার কে?

উঃ জিম লেকার (ইংল্যান্ড)।


13. ১ ইনিংসে ১০ উইকেট লাভ করা দ্বিতীয় বােলার কে?

উঃ অনিল কুমলে ।


14. ক্রিকেট খেলার জন্ম কোথায়?

উঃ ইংল্যান্ডে।


15. ক্রিকেট খেলার নিয়মাবলি প্রথম লিপিবদ্ধ করা হয় কখন?

উঃ ১৭৭৪ সালে।


16. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী বােলার কে?

উঃ মুত্তিয়া মুরালিধরন, ৮০০ উইকেট।


17. ওয়ানডে ক্রিকেট চালু হয় কত সাল থেকে?

উঃ ১৯৭১ সালে।


18. ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বােলার কে?

উঃ মুত্তিয়া মুরালিধরন, ৫৩৪ উইকেট


19. সেরা বােলিং কে?

উঃ ১৯ রানে ৮ উইকেট, চামিন্দা ভাস।


20. বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে?

উঃ ১৫ জুন, ১৯৯৭ সালে ।


21. টেস্ট ও ওয়ানডে দুটি করে হ্যাট্রিক করেছেন কে?

উঃ ওয়াসিম আকরাম।


22. ICC-এর বর্তমান প্রধান নির্বাহি কে?

উঃ মানু সোহনি।


23. ICC-এর পূর্ণরূপ কি?

উঃ International Cricket Council.


24. ICC প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ ১৫ জুন ১৯০৯।


25. ICC-এর প্রতিষ্ঠাকালীন নাম কি?

উঃ Imperial Cricket Conference.


26. ICC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?

উঃ ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ।


27. ICC-এর পূর্ণ সদস্য দেশ কয়টি ও কি কি?

উঃ ১২টি – অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্থান ও আয়ারল্যান্ড।


28. ICC-এর মােট সদস্য কতটি?

উঃ ১০৬টি ।


29. ICC-এর বর্তমান সদর দপ্তর কোথায়?

উঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত (পূর্বে ছিল লন্ডনে)।


29. ICC-এর দুর্নীতি দমন ইউনিট আকসু (ACSU-Anti Corruption & Security Unit) কবে গঠিত হয়?

উঃ ২০০০ সালে।


30. ক্রিকেট খেলা শুরু হয় কবে?

উঃ ত্রয়ােদশ শতাব্দীতে ।


31. পিচ কি?

উঃ ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান।


32. কবে সর্বপ্রথম ইলেকট্রনিক স্কোরবাের্ড প্রবর্তন করা হয়?

উঃ ১৯৩৮ সালে ।


33. ক্রিকেট খেলায় প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে?

উঃ ১১ জন।


34. কত বছর পর পর বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়?

উঃ ৪ বছর ।


35. কবে থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়?

উঃ ১৯৭৫ সাল থেকে।


36. ‘বার্মি আর্মি' কি?

উঃ ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থন নিয়ে ১৯৯৪ সালে গড়ে তােলা সংগঠন।


37. ‘হােয়াইটওয়াস' (Whitewash) শব্দটি কোন খেলার সাথে জড়িত?

উঃ ক্রিকেট।


38. ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?

উঃ ১০টি। যথা : বােল্ড, টাইমড আউট, কট, হ্যান্ডলড দ্য

হিট দ্য বল টোয়াইস, লেগ বিফোর উইকেট (LBW), অবস্ট্রাক্টিং অব দ্য ফিল্ড, রান আউট, স্টাম্পড ও হিট উইকেট।


39. অ্যাশেজ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়া।


40. একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিককারী প্রথম ক্রিকেটার কে?

উঃ সােহাগ গাজী (বাংলাদেশ); বিপক্ষ নিউজিল্যান্ড; ২০১৩


41. টেস্টে ও ওয়ানডে দুটি করে হ্যাটট্রিক করার গৌরব  অর্জন করেছেন কোন বােলার?

উঃ ওয়াসিম আকরাম (পাকিস্তান)।


42. ওয়ানডে ক্রিকেটে তিনটি হ্যাটট্রিকের অধিকারী বােলার কে?

উঃ লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা।


43. বিশ্বকাপ ক্রিকেটে কে পরপর ৪ বলে ৪টি উইকেট নেন?

উঃ লাথি মালিঙ্গা (শ্রীলঙ্কা)।


44. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কে এক ওভারে ৪টি উইকেট পান?

উঃ চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url