HISTORY OF FOOTBALL (1954 WORLD CUP)

 

wc 1954,final 1954,schweiz 1954,world cup 1954,1954 world cup,switzerland1954,fifa world cup 1954,1954 fifa world cup,1954 world cup final,world cup 1954 final,soccer world cup 1954,1954 world cup history,football world cup 1954,1954 football world cup,world cup football 1954,fifa world cup 1954 final

১৯৫৪ ফুটবল বিশ্বকাপ

এটি ছিলাে ফিফা কর্তৃক আয়ােজিত পুরুষ জাতীয় ফুটবল দলের ৫ম বিশ্বকাপ। এই বিশ্বকাপের আয়ােজক দেশ ছিলাে সুইজারল্যান্ড। ১৯৪৬ সালের জুলাই মাসে সুইজারল্যান্ডকে স্বাগতিক দেশ হিসাবে নির্বাচন করা হয়। পশ্চিম জার্মানি এই বিশ্বকাপ জিতে। ১৯৫৪ সালের ১৬ জুন থেকে ৪ জুলাই মাসের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ১৬ টি দল নিয়ে মুল পর্বের খেলা অনুষ্ঠিত হয়। মােট ২৬ টি ম্যাচ হয় এবং গােল হয়েছে ১৪৪টি (গড়ে ম্যাচ প্রতি ৫.৩৮)। মােট দর্শক ছিলাে ৭৬৮৬০৭(গড় ম্যাচ প্রতি ২৯,৫৬২)। শীর্ষ স্কোরার হাঙ্গেরির স্যান্ডর কোসিস। তিনি ১১ টি গােল করেন। সর্বাধিক গােল করে হাঙ্গেরি ২৭ টি।

যােগ্যতা অর্জন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সুইজারল্যান্ড (স্বাগতিক) অটোমেটিক মূল পর্বে জায়গা পায়। আর ১৪টি দলের মধ্যে ১১টি ইউরােপ, ২টি এবং ১টি এশিয়াকে বরাদ্দ দেওয়া হয়। বাছাই পর্বের মাধ্যমে মুল পর্বে জায়গা দেওয়া হয়। স্পেন এবং তুরস্কের পয়েন্ট সমান থাকার কারনে লটারীর মাধ্যমে তুরস্কোকে মূল পর্বে সুযােগ দেওয়া হয়। টানা ৩ বার আর্জেন্টিনা বিশ্বকাপে অংশগ্রহণ করতে অস্বীকার করে।

মূল পর্বে জায়গা পওয়া ১৬ দল

বেলজিয়াম

স্কটল্যান্ড

সুইজারল্যান্ড (স্বাগতিক)

মেক্সিকো

ইংল্যান্ড

ইতালি

চেকোস্লোভাকিয়া

হাঙ্গেরি

সাউথ কোরিয়া

ফ্রান্স

পশ্চিম জার্মানি

উরুগুয়ে (১৯৫০ চ্যাম্পিয়ন)

তুরস্ক

ব্রাজিল

যুগােস্লাভিয়া

অস্ট্রিয়া

যােগ্যতা সম্পন্ন ১৬ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছিলাে

১ম গ্রুপ

এই গ্রুপে ব্রাজিল, ফ্রান্স, যুগােস্লাভিয়া এবং মেক্সিকো একে অপরের বিরুদ্ধে লড়ে।। ব্রাজিল আর যুগােস্লাভিয়া সমান ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলার যােগ্যতা অর্জন করে।

২য় গ্রুপ

হাঙ্গেরি, তুরষ্ক, পশ্চিম জার্মানি এবং সাউথ কোরিয়া এই গ্রুপে নিজেদের মধ্যে খেলে। হাঙ্গেরি সর্বোচ্চ ৪ পয়েন্ট ও পশ্চিম জার্মানি ২ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যােগ্যতা অর্জন করে।

৩য় গ্রুপ

উরুগুয়ে, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া এবং স্কটল্যান্ড একে অপরের বিরুদ্ধে লড়াই করে। অস্ট্রিয়া এবং উরুগুয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।

৪র্থ গ্রুপ

ইতালি, বেলজিয়াম, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড এই গ্রুপে অংশগ্রহণ করে। এই গ্রুপ থেকে সর্বোচ্চ ৩ পয়েন্ট এবং সুইজারল্যান্ড ২ পয়েন্ট অর্জন করে নকআউট পর্বে এগিয়ে

যায়।


কোয়ার্টার ফাইনাল খেলা


নকআউট পর্বের প্রথম ম্যাচে পশ্চিম জার্মানি ২-০ গােলে যুগােস্লাভিয়াকে হারায়।

২য় ম্যাচে অস্ট্রিয়ার কাছে সুইজারল্যান্ড ৭-৫ গােলে হারে।

৩য় ম্যাচে হাঙ্গেরি এবং ব্রাজিল মুখােমুখি হয়। এই ম্যাচে ব্রাজিল ৪-২ গােলে হাঙ্গেরির কাছে হেরে যায়।

৪র্থ ম্যাচে ইংল্যান্ড ৪-২ গােলে উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।


সেমিফাইনাল


অস্ট্রিয়া, হাঙ্গেরি, পশ্চিম জার্মানি এবং উরুগুয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

১ম ম্যাচে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া মুখােমুখি হয়। ৬-১ গােলে পশ্চিম জার্মানি অস্টিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

২য় ম্যাচে হাঙ্গেরির কাছে ৪-২ গােলের ব্যবধানে উরুগুয়ে হেওে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং হাঙ্গেরি ফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে।


৩য় ও ৪র্থ স্থান


এই খেলায় অস্ট্রিয়া ৩-১ গােলে উরুগুয়েকে হারিয়ে ৩য় হয় এবং উরুগুয়ে হয় ৪র্থ ।


ফাইনাল ম্যাচ


বার্নের ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাঙ্গেরি এই বিশ্বকাপের গােল্ডেন ফেভারিট দল ছিলাে। ১ম রাউন্ডে জার্মানিকে ৮-৩ গােলে হারায়। কিন্তু ফাইনালে পশ্চিম জার্মারি কাছে হাঙ্গেরি ৩-২ গােলের ব্যবধানে হেরে যায়। জার্মানির হয়ে ২টি গােল করেন রাহন এবং আর একটি গােল করেন মরলক। হাঙ্গেরির হয়ে ১টি করে গোল করেন পুস্কাস ও সিজিবর। এই ম্যাচে দর্শক ছিলাে ৬২,৫০০।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url