HISTORY OF FOOTBALL ( 1962 WORLD CUP )
১৯৬২ সালের বিশ্বকাপ
এই বিশ্বকাপটি ছিলাে ফিফা কর্তৃক আয়ােজিত পুরুষ জাতীয় দলের সপ্তম সংস্করন। ১৯৬২ সালের ৩০ মে থেকে ১৭ জুনের মধ্যে টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছিলাে। ১৯৬১ সালে কোয়ালিফিকেশন রাউন্ড খেলার মাধ্যমে মূল পর্বের জন্য দল নির্বাচন করা হয়। এই বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিলাে চিলি। ১৬ টি দল নিয়ে মূল পর্বের খেলা হয়। চিলির ৪ টি শহরে টুর্নামেন্ট সম্পন্ন হয়। এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিল তাদের টানা দ্বিতীয় শিরােপা অর্জন করে। এই টুর্নামেন্টে ৩২ টি ম্যাচ হয়। টুর্নামেন্টে মােট ৮৯ টি (ম্যাচ প্রতি ২.৭৮) গােল হয়। শীর্ষ স্কোরার হয় ৪ জন (গ্যারিঞ্চা, ভাভা, লিয়ােনেল সানচেজ, ফ্লোরিয়ান আলবার্ট, ভ্যালেন্টিন ইভানভ এবং ড্রাজান জেরকোভিচ)। সেরা তরশ খেলােয়াড় হওয়ার গৌরব অর্জন করেন হাঙ্গেরিয়ান ফ্লোয়ািন আলবার্ট। এটিই প্রথম বিশ্বকাপ যেখানে ম্যাচ প্রতি গড় তিনের কম (২.৭৮) ছিলাে।
স্বাগতিক দেশ নির্বাচন
পরপর ২ টি বিশ্বকাপ ইউরােপে আয়ােজন হওয়ার পর আমেরিকান ফেডারেশনগুলাে দাবি করে এই বিশ্বকাপটি দক্ষিন আমেরিকায় হওয়া দরকার। পরে অবশ্য চিলিতে টুর্নামেন্ট আয়ােজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যােগ্যতা অর্জন
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশ চিলি অটোমেটিক চান্স পায়। বাকি ১৪ টি দল কনফেডারেশনগুলাের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ৫২ টি দল বাছায় পর্বে অংশগ্রহন করে।
মূল পর্বে জায়গা পাওয়া ১৬ টি দলগুলাে হলাে
মেক্সিকো
ব্রাজিল
আর্জেন্টিনা
কলােম্বিয়া
চিলি
উরুগুয়ে
চেকোস্লোভাকিয়া
হাঙ্গেরি
বুলগেরিয়া
ইংল্যান্ড
সােভিয়েত ইউনিয়ন
স্পেন
ইতালি
যুগােস্লাভিয়া
সুইজারল্যান্ড এবং
পশ্চিম জার্মানি
প্রতিযােগিতার বিন্যাস
যােগ্যতা সম্পন্ন ১৬ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করা হয়। গ্রুপ পর্বে ১ টি ম্যাচ জিতলে দুই পয়েন্ট এবং ড্র হলে ১ পয়েন্ট দেওয়া হয়। পয়েন্ট সমান হলে গােলের গড় হিসাব করা হতাে।
হলে ১ পয়েন্ট দেওয়া হয়। পয়েন্ট সমান হলে গােলের গড় হিসাব করা হতাে।
গ্রুপ পর্বের খেলা
১ম গ্রুপ
এই গ্রুপে যুগােস্লাভিয়া, উরুগুয়ে, সােভিয়েত ইউনিয়ন এবং কলম্বিয়া অংশগ্রহণ করে। সােভিয়েত ইউনিয়ন সর্বোচ্চ ৫ পয়েন্ট এবং যুগােস্লাভিয়া ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলার যােগ্যতা অর্জন করে।
২য় গ্রুপ।
চিলি, ইতালি, পশ্চিম জার্মানি এবং সুইজারল্যান্ড এই গ্রুপে নিজেদের মধ্যে প্রতিযােগীতা করে। সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে পশ্চিম জার্মানি গ্রম্প চ্যাম্পিয়ন হয় এবং ৪ পয়েন্ট নিয়ে চিলি দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।
৩য় গ্রুপ
মেক্সিকো, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া এবং স্পেন এই গ্রুপে নিজেদের মধ্যে লড়ে। এই গ্রপ থেকে ব্রাজিল ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং চেকোস্লোভাকিয়া ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে যায়।
৪র্থ গ্রুপ
আর্জেন্টিনা, ইংল্যান্ড, হাঙ্গেরি এবং বুলগেরিয়া এই গ্রুপে নিজেদের মধ্যে লড়ায় করে।। এই গ্রুপ থেকে বুলগেরিয়া এবং আর্জেন্টিনা বাদ পড়ে। হাঙ্গেরি ৫ পয়েন্ট এবং ইংল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। আর্জেন্টিনারও তিন পয়েন্ট থাকার পরও গােল গড়ে বাদ পড়ে। বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনাই প্রথম দল যে গােল সমিকরণে বাদ পড়ে।
কোয়ার্টার ফাইনাল খেলা
৪ টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ (চিলি, সােভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড, ব্রাজিল, যুগােস্লাভিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং পশ্চিম জার্মানি) মােট ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচে চিলি এবং সােভিয়েত ইউনিয়ন মুখােমুখি হয়। এই ম্যাচে চিলি ২-১ গােলে সােয়িত ইউনিয়নকে পরাজিত করে।
২য় খেলায় ব্রাজিল ৩-১ গােলে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার যােগ্যতা অর্জন করে।
৩য় ম্যাচে পশ্চিম জার্মানি ১-০ গােলে যুগােস্লাভিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে চেকোস্লোভাকিয়ার কাছে হাঙ্গেরি ১-০ গােলে পরাজিত হয়।
সেমিফাইনাল খেলা
নকআউট পর্ব থেকে ব্রাজিল, চিলি চেকোস্লোভাকিয়া এবং যুগােস্লাভিয়াকে নিয়ে এই পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে ব্রাজিল এবং চিলি মুখােমুখি হয়। এই খেলায় ব্রাজিল তাদের অসাধারণ খেলে ৪-২ গােলে চিলিকে পরাজিত করে।
২য় ম্যাচে চেকোশ্লাভিয়া এবং যুগােস্লাভিয়া লড়ায় করে। এই খেলায় চেকোস্লোভাকিয়া ৩-১ গােলে যুগােস্লাভিয়াকে হারিয়ে ফাইনালে যায়।
৩য় ও ৪র্থ স্থান
সেমিফাইনালে বাদ পড়া দুই দল নিয়ে এই পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এই ম্যাচে চিলি যুগােস্লাভিয়াকে ১-০ গােলে হারিয়ে ৩য় স্থান লাভ করে এবং যুগােস্লাভিয়া ৪র্থ হয়।
ফাইনাল ম্যাচ
এস্তাদিও ন্যাসিওনাল, সান্তিয়াগােতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেদিন স্টেডিয়ামে ৬৮,৬৭৯ জন দর্শক উপস্থিত ছিলাে। সেই ম্যাচের রেফারির দায়িত্ত পালন করেন নিকোলে লাতিশেভ ( সােভিয়েত ইউনিয়ন )। আগের বিশ্বকাপ ফাইনালের মতাে আবারাে ব্রাজিল খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে ১টি গােল খেয়ে পিছিয়ে যায়। পরে অবশ্য আমারিলদোর মাধ্যমে সমতায় ফেরে ব্রাজিল। খেলার ৬৯ এবং ৭৮ মিনিটের মাথায় জিতাে ও ভাভার মাধ্যমে আরাে দুইটি গােল যােগ করে ব্রাজিল। খেলা শেষে ব্রাজিল ৩-১ গােলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে টানা দুইবার বিশ্বকাপ অর্জন করে। চেকোস্লোভাকিয়া হয় রানার্সআপ।