HISTORY OF FOOTBALL ( 1930 WORLD CUP )

world cup 1930,1930 world cup,fifa world cup 1930,#uruguay 1930,1930 world cup ball,world cup 1930 fifa,world cup 1930 final,1930 world cup uruguay,1930 world cup football,football world cup 1930,world cup 1930 football

 ১৯৩০ ফুটবল বিশ্বকাপ

 

এটি ছিলাে ফিফা কর্তৃক আয়ােজিত প্রথম পুরুষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। ১৯৩০ সালের ১৩ থেকে ৩০ জুলাই তারিখের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় । আয়ােজক দেশ ছিলাে উরুগুয়ে।
সাউথ আমেরিকা থেকে ৭ টি , ইউরােপ থেকে ৪ টি এবং উত্তর আমেকা থেকে ২ টি (সর্বোমােট ১৩ টি) দল টুর্নামেন্টে অংশগ্রহন করে। যােগ্যতা ছাড়া ১ম বিশ্বকাপ ছিলাে এটি। ফিফার সাথে সম্পর্কযুক্ত প্রত্যেক দলকেই আমন্ত্রণ জানানাে হয়। তার মধ্যে ১৩ দল অংশগ্রহণ করে। ৪ টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী দলগুলাে
 
আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স, মেক্সিকো, ব্রাজিল, বলিভিয়া, যুগােস্লাভিয়া, পেরু, রেমানিয়া, উরুগুয়ে (স্বাগতিক), বেলজিয়াম, প্যারাগুয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

১ম গ্রুপ
 
আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স এবং মেক্সিকো ছিলাে ১ম গ্রুপে । এই গ্রুপ থেকে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে।
২য় গ্রুপ
এই গ্রুপে ছিলাে ব্রাজিল, বলিভিয়া এবং যুগােস্লাভিয়া। যুগােস্লাভিয়া এই গ্রুপ থেকে সেমিফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে। ব্রাজিল তাদের বিশ্বকাপের ১ম ম্যাচ যুগােস্লাভিয়ার কাছে ২-১ গােলে হারে।

৩য় গ্রুপ

পেরু, রােমানিয়া এবং স্বাগতিক উরুগুয়ে এই গ্রুপে ছিলাে। উরুগুয়ে সেমিফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে।

৪র্থ গ্রুপ

বেলজিয়াম, প্যারাগুয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রুপে নিজেদের মধ্যে লড়াই করে। এই গ্রুপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেমিফাইনাল খেলে । এই গ্রুপে প্যারাগুয়ের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনউডের ১ম হ্যাটট্রিক দেখে ফুটবল বিশ্ব। যদিও ২০০৬ সাল পর্যন্ত সবাই এটি স্বীকার করত যে ১ম হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার গুইলারমাে স্ট্যাবিলে। যা বার্ট প্যাটেনউডের ২ দিন পর করেছিলো । পরে  অবশ্য ফিফা প্যাটেনউড কেই মেনে নেয়।

সেমিফাইনাল

যুগােশ্লাভিযয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৪ টি দল নিয়া সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ।
১ম সেমিফাইনাল খেলায় আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভেজা মাঠে খেলাটি অনুষিঠত হয়। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে । কিন্তু আর্জেন্টিনার আক্রমনের কাছে যুক্তরাষ্ট্রের শক্তি পরাভুত হয় এবং ৬-১ এ খেলা শেষ হয়।

২য় সেমিফাইনালে উরুগুয়ে ও যুগােস্লাভিয়া মুখােমুখি হয় । ৬-১ গােলে উরুগুয়ে জয়লাভ করে। উরুগুয়ের পেড্রো সিয়া হ্যাটট্রিক করেন।

৩য় ও ৪র্থ স্থান

 

৩য় এবং ৪র্থ স্থানের মধ্যে কোন পার্থক্য না করার জন্য কোনাে খেলা হয়নি। 

চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচ


৩০ জুলাই এস্তাদিও সেন্টেনারিওতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে সরকারি হিসাবে ৯৩,০০০ দর্শক উপস্থিত ছিলাে। উরুগুয়ে ২-১ গােলে আর্জেন্টিনাকে পরাজিত করে ১ম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url