HISTORY OF FOOTBALL ( 1938 WORLD CUP)
১৯৩৮ সালের বিশ্বকাপ
এই বিশ্বকাপ আন্তর্জাতিক পুরুষ জাতীয় ফুটবল দলের ৩য় বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ১৯৩৮সালের ৪ জুন থেকে ১৯ জুন এর মধ্যে সম্পন্ন হয়। আয়ােজক দেশ ছিলাে ফ্রান্স। ইতালি পরপর ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গােরব অর্জন করে। ইতালির ভিত্তোরিও পােজোর প্রথম কোচ হিসাবে টানা ২য় বার বিশ্বকাপ জয় করে । টানা ২য় বার ইউরােপে বিশ্বকাপ আয়ােজন করার প্রতিবাদে ১ম বিশ্বকাপ বিজয়ী উরুগুয়ে এবং ১ম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এই বিশ্বকাপ বর্জন করে। শীর্ষ স্কোরার হন ব্রাজিলের লিওনিডাস । টুর্নামেন্টে মােট দর্শক ছিলাে ৩৭৪,৮৩৫ (গড় ম্যাচ প্রতি ২০,৮২৪)। মােট গােল হয় ৮৪ টি ( ম্যাচ প্রতি গড়ে ৪.৬৭)। অস্ট্রিয়া বিশ্বকাপের ১৬ তে জায়গা পাওয়ার পরও টুর্নামেন্ট বর্জন করে। কারন । অ্যানসক্লাস অস্ট্রিয়াকে জার্মনির সাথে একত্রিত করেছিল ।
মুল পর্বে জায়গা পাওয়া ১৬ দল হলাে :
ইতালি
ফ্রান্স
ব্রাজিল
বেলজিয়াম
কিউবা
অস্ট্রিয়া (প্রত্যাহার)
চেকোস্লোভাকিয়া
ডাচ ইস্ট ইন্ডিজ
জার্মানি
হাঙ্গেরি
নেদারল্যান্ডস
সুইডেন
সুইজারল্যান্ড
পােল্যান্ড
রােমানিয়া
নরওয়ে
রাউন্ড অব ১৬
খেলাগুলাে সব নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হয়। এ পর্বে ৮টি ম্যাচ খেলা হয় ।
১ম ম্যাচে ইতালি ২-১ গােলে নরওয়েকে হারায় ।
২য় ম্যাচে ৩-১ গােলে বেলজিয়ামকে পরাজিত করে ফ্রান্স।
৩য় ম্যাচে ব্রজিল পােল্যন্ডকে ৬-৩ গােলে পরাজিত কওে।
৪র্থ ম্যাচে চেকোস্লোভাকিয়া ৩-০ গােলে নেদারল্যান্ডসকে পরাজিত করে ।
৫ম ম্যাচে হাঙ্গেরি ডাচ ইস্ট ইন্ডিজকে ৬-০ গােলে পরাজিত করে ।
৬ষ্ঠ ম্যাচে ৫-৩ গােলে জার্মানি সুইজারল্যান্ডের হেওে যায় ।
৭ম ম্যাচে অস্ট্রিয়া অংশগ্রহণ না করায় সুইডেন অটোমেটিক কোয়ার্টার ফাইনালে চলে যায় ।
৮ম ম্যাচে কিউবার কাছে রােমানিয়া ৫-৪ গােলে পরাজিত হয় ।
কেয়ার্টার ফাইনাল
রাউন্ড অব ১৬ হতে জয়ী ৮ দল (ইতালি, ফ্রান্স, ব্রাজিল, চেকোস্লোভিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, সুইেডন, কিউবা) নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে ইতালি ৩-১ গােলে ফ্রান্সকে হারায়। ২য় ম্যাচে ব্রাজিল চেকোস্লোভিয়াকে ৩-২ গােলে হারায়। ৩য় ম্যাচে হাঙ্গেরি সুইজারল্যান্ডসকে ২-০ গােলে পরাজিত করে। ৪র্থ ম্যাচে ৪-০ গােলে সুইডেন কিউবাকে পরাজিত করে সেমিফাইলে খেলার মর্যাদা অর্জন করে।
সেমিফাইনালের ১ম খেলায় ইতালি ব্রাজিলকে ২-১ গােলে হারিয়ে ২য় বারের মতাে ফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে ।
২য় ম্যাচে হাঙ্গেরি ৫-১ গােলের বড় ব্যবধানে সুডেনকে পরাজিত করে ফাইনালে উঠে । ৩য় এবং ৪র্থ স্থান।
সুইডেন এবং ব্রাজিল সেমিফাইনালে পরাজিত হয়ে
৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী ম্যাচ
সুহডেন এবং ব্রাজিল সােমফাহনালে পরাজিত হয়ে ৩য় ও ৪র্থ স্থান নিধারনা ম্যাচে মুখােমুখি হয় । এই ম্যাচে ব্রাজিল হাঙ্গেরিকে ৪-২ গােলে পরাজিত করে ৩য় হয় এবং হাঙ্গেরি ৪র্থ হয় ।
ফাইনাল ম্যাচ
প্যারিসের স্টেড ডি কলম্বে ফাইনাল ম্যাচটি হয়েছিল ইতালি ৩-১ গােলে এগিয়ে থেকে প্রথমার্ধের শেষ হয়। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি আর খেলায় ফিরতে পারেনি । ইতালি ৪-২ গােলে হাঙ্গেরিকে হারিয়ে টানা ২য় বারের মতাে বিশ্বকাপ জয় করে এবং ১ম বারের মতাে হাঙ্গেরি রানার্সআপ হয় ।