HISTORY OF FOOTBALL ( 1938 WORLD CUP)

 

fifa world cup 1938,world cup 1938,1938 world cup,1938 fifa world cup (football world cup),france 1938,1938 fifa world cup,soccer world cup 1938,world cup france 1938,world cup football 1938,football world cup 1938,1938 world cup football,1938 fifa world cup final,1938 fifa world cup france,1938 fifa world cup (event)

১৯৩৮ সালের বিশ্বকাপ

এই বিশ্বকাপ আন্তর্জাতিক পুরুষ জাতীয় ফুটবল দলের ৩য় বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ১৯৩৮সালের ৪ জুন থেকে ১৯ জুন এর মধ্যে সম্পন্ন হয়। আয়ােজক দেশ ছিলাে ফ্রান্স। ইতালি পরপর ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গােরব অর্জন করে। ইতালির ভিত্তোরিও পােজোর প্রথম কোচ হিসাবে টানা ২য় বার বিশ্বকাপ জয় করে । টানা ২য় বার ইউরােপে বিশ্বকাপ আয়ােজন করার প্রতিবাদে ১ম বিশ্বকাপ বিজয়ী উরুগুয়ে এবং ১ম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এই বিশ্বকাপ বর্জন করে। শীর্ষ স্কোরার হন ব্রাজিলের লিওনিডাস । টুর্নামেন্টে মােট দর্শক ছিলাে ৩৭৪,৮৩৫ (গড় ম্যাচ প্রতি ২০,৮২৪)। মােট গােল হয় ৮৪ টি ( ম্যাচ প্রতি গড়ে ৪.৬৭)। অস্ট্রিয়া বিশ্বকাপের ১৬ তে জায়গা পাওয়ার পরও টুর্নামেন্ট বর্জন করে। কারন । অ্যানসক্লাস অস্ট্রিয়াকে জার্মনির সাথে একত্রিত করেছিল ।

মুল পর্বে জায়গা পাওয়া ১৬ দল হলাে :

ইতালি

ফ্রান্স

ব্রাজিল

বেলজিয়াম

কিউবা

অস্ট্রিয়া (প্রত্যাহার)

চেকোস্লোভাকিয়া

ডাচ ইস্ট ইন্ডিজ

জার্মানি

হাঙ্গেরি

নেদারল্যান্ডস

সুইডেন

সুইজারল্যান্ড

পােল্যান্ড

রােমানিয়া

নরওয়ে


রাউন্ড অব ১৬


খেলাগুলাে সব নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হয়। এ পর্বে ৮টি ম্যাচ খেলা হয় ।

১ম ম্যাচে ইতালি ২-১ গােলে নরওয়েকে হারায় ।

২য় ম্যাচে ৩-১ গােলে বেলজিয়ামকে পরাজিত করে ফ্রান্স।

৩য় ম্যাচে ব্রজিল পােল্যন্ডকে ৬-৩ গােলে পরাজিত কওে।

৪র্থ ম্যাচে চেকোস্লোভাকিয়া ৩-০ গােলে নেদারল্যান্ডসকে পরাজিত করে ।

৫ম ম্যাচে হাঙ্গেরি ডাচ ইস্ট ইন্ডিজকে ৬-০ গােলে পরাজিত করে ।

৬ষ্ঠ ম্যাচে ৫-৩ গােলে জার্মানি সুইজারল্যান্ডের হেওে যায় ।

৭ম ম্যাচে অস্ট্রিয়া অংশগ্রহণ না করায় সুইডেন অটোমেটিক কোয়ার্টার ফাইনালে চলে যায় ।

৮ম ম্যাচে কিউবার কাছে রােমানিয়া ৫-৪ গােলে পরাজিত হয় ।


কেয়ার্টার ফাইনাল


রাউন্ড অব ১৬ হতে জয়ী ৮ দল (ইতালি, ফ্রান্স, ব্রাজিল, চেকোস্লোভিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, সুইেডন, কিউবা) নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে ইতালি ৩-১ গােলে ফ্রান্সকে হারায়। ২য় ম্যাচে ব্রাজিল চেকোস্লোভিয়াকে ৩-২ গােলে হারায়। ৩য় ম্যাচে হাঙ্গেরি সুইজারল্যান্ডসকে ২-০ গােলে পরাজিত করে। ৪র্থ ম্যাচে ৪-০ গােলে সুইডেন কিউবাকে পরাজিত করে সেমিফাইলে খেলার মর্যাদা অর্জন করে।

সেমিফাইনালের ১ম খেলায় ইতালি ব্রাজিলকে ২-১ গােলে হারিয়ে ২য় বারের মতাে ফাইনাল খেলার যােগ্যতা অর্জন করে ।

২য় ম্যাচে হাঙ্গেরি ৫-১ গােলের বড় ব্যবধানে সুডেনকে পরাজিত করে ফাইনালে উঠে । ৩য় এবং ৪র্থ স্থান।

সুইডেন এবং ব্রাজিল সেমিফাইনালে পরাজিত হয়ে


৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী ম্যাচ


সুহডেন এবং ব্রাজিল সােমফাহনালে পরাজিত হয়ে ৩য় ও ৪র্থ স্থান নিধারনা ম্যাচে মুখােমুখি হয় । এই ম্যাচে ব্রাজিল হাঙ্গেরিকে ৪-২ গােলে পরাজিত করে ৩য় হয় এবং হাঙ্গেরি ৪র্থ হয় ।


ফাইনাল ম্যাচ


প্যারিসের স্টেড ডি কলম্বে ফাইনাল ম্যাচটি হয়েছিল ইতালি ৩-১ গােলে এগিয়ে থেকে প্রথমার্ধের শেষ হয়। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি আর খেলায় ফিরতে পারেনি । ইতালি ৪-২ গােলে হাঙ্গেরিকে হারিয়ে টানা ২য় বারের মতাে বিশ্বকাপ জয় করে এবং ১ম বারের মতাে হাঙ্গেরি রানার্সআপ হয় ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url