HISTORY OF FOOTBALL ( 1950 WORLD CUP)

1950 world cup,1950 fifa world cup,brazil 1950,fifa world cup 1950,1950 fifa world cup (event),1950 final,uruguay 1950,world cup 1950,1950 brazil fifa wc,1950 fifa and india,football india 1950,1950 world cup final,india 1950 football,football world cup 1950,1950 football world cup,usa england 1950 world cup

১৯৫০ সালের বিশ্বকাপ

বিশ্বযুদ্ধের কারনে ১৯৪২ সাল এবং ১৯৪৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি । ফিফা কতৃক আয়ােজিত পুরুষ জাতীয় ফুটবল দলের এটি ৪র্থ আসর । এই বিশ্বকাপের আয়ােজক দেশ ছিলাে ব্রাজিল । ১৯৫০ সালের ২৪ জুন হতে ১৬ জুলাই এর মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় । এটিই একমাত্র টুর্নামেন্ট ছিলাে যেখানে একটি মাত্র ফাইনাল ম্যাচ দ্বারা চ্যাম্পিয়ন নির্ধারন করা হয়নি । টুর্নামেন্টে মােট ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মােট ৮৮ (ম্যাচ প্রতি গড় ৪)। সর্বোচ্চ স্কোরার ব্রাজিলের আদেমির (৮ গােল)। টুর্নামেন্টে মােট ১,০৪৫,২৪৬ ( ম্যাচ প্রতি গড় ৪৭,৫১১) দর্শক উপস্থিত ছিলাে।পর পর ২টি টুর্নামেন্ট জয়ী ইতালির দলটি দুর্বল হয়ে পড়ে । কারন একটি বিমান দূর্ঘটনায় ইতালির বেশিরভাগ প্রথম সারির খেলােয়ার মারা যায়। পরে অবশ্য ইতালিওরা নৌ-পথে যােগ দেয় । ব্রাজিল ( আয়ােজক দেশ) এবং ইতালি (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) অটোমেটিক চান্স পাই। ৭ টি ইউরােপ, ৬ টি আমেরিকা এবং ১ টি এশিয়া থেকে বরাদ্দ করে । ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাথে বিরােধের কারণে আর্জেন্টিনা টুর্নামেন্ট বর্জন করে। পেরু, ইকুয়েডর এবং আর্জেন্টিনা কোয়াফাইং ড্রয়ের পর প্রত্যাহার করে । এশিয়া থেকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এবং বার্মা সকলেই টুর্নামেন্ট বাতিল করে । ভারত ডিফল্টরুপে যােগ্যতা অর্জন করে।

মূল পর্বে জায়গা পাওয়া দলগুলাে ১৬ টি দল


মূল পর্বে জায়গা পেলেও ১৩ টি দল অংশগ্রহণ করে :

ব্রাজিল (আয়ােজক দেশ)

চিলি

বলিভিয়া

ইতালি (১৯৩৮ চ্যাম্পিয়ন)

মেক্সিকো

ভারত (প্রত্যাহার)

স্পেন

প্যারাগুয়ে

স্কটল্যান্ড (প্রত্যাহার)

যুগােস্লাভিয়া

সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্র

তুরস্ক (প্রত্যাহার)

সুইডেন

উরুগুয়ে (১৯৩০ চ্যাম্পিয়ন)

ইংল্যান্ড

প্রথম পর্যায়ে খেলাটি ৪ টি গ্রুপে সম্পন্ন হয়

১ম গ্রন্স

এই গ্রুপে ব্রাজিল, যুগােস্লাভিয়া, সুইজারল্যান্ড এবং মেক্সিকো নিজেদের মধ্যে লড়াই করে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট পরবর্তি রাউন্ডে খেলার যােগ্যতা অর্জন করে ।


২য় গ্রম্প

২য় গ্রুপ দ্বিতীয় গ্রপে স্পেন, ইংল্যান্ড, চিলি, যুক্তরাষ্ট্র একে অপরের মধ্যে লড়াই করে স্পেন সর্বোচ্চ ৬ পয়েন্ট সংগ্রহ করে পরের পর্বে উঠে ।


৩য় গ্রুপ

সুইডেন, ইতালি এবং প্যারাগুয়ে এই গ্রুপে অংশগ্রহন করে।

সুইডেন ৩ পয়েন্ট নিয়ে ২য় পর্বে যায়।


৪র্থ গ্রুপ

এই গ্রপে বলিভিয়া এবং উরুগুয়ে মুখােমুখি হয়ে উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে যায় ।


ফাইনাল রাউন্ড


এটি একমাত্র বিশ্বকাপ যেখানে একটি মাত্র ম্যাচ দ্বারা চ্যাম্পিয়ন হয়নি।

এটি একমাত্র বিশ্বকাপ যেখানে একটি মাত্র ম্যাচ দ্বারা চ্যাম্পিয়ন হয়নি। গ্রুপ ১, গ্রুপ ২, গ্রুপ ৩ এবং গ্রুপ ৪ এর সর্বোচ্চ পয়েন্টধারী চারটি দল নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় । এই রাউন্ডে ব্রাজিল, উরুগুয়ে, সুইডেন এবং স্পেন পরস্পর নিজেদের মধ্যে লড়াই করেন। এই গ্রুপ থেকে সর্বোচ্চ ৫ পয়েন্ট অর্জনকারী দল উরুগুয়ে ২য় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল রানার্সআপ হয়। সুইডেন তৃতীয় এবং স্পেন চতুর্থ হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url