HISTORY OF FOOTBALL ( 1974 WORLD CUP )

HISTORY OF FOOTBALL ( 1974 WORLD CUP )

১৯৭৪ সালের ফুটবল বিশ্বকাপ

এই বিশ্বকাপটি ফিফা কর্তৃক আয়োজিত পুরুষ জাতীয় দলের দশম সংস্করন। এই বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো পশ্বিম জার্মানি। ১৯৭৪ সালের ১৩ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্টি সম্পন্ন হয়েছিলো। এর আগের বিশ্বকাপগুলোর ট্রফি বিজয়ী দলকে একবারে রেখে দেওয়া হতো। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি এই বিশ্বকাপেই প্রথম চালু হয়েছিলো। যা তৈরী করেছিলো ইতালীয় ভাষ্কর সিলভিও গাজ্জানিয়া। এই বিশ্বকাপের আসরেও ১৬ টি দল অংশ নিয়েছিলো। পশ্চি জার্মানির মোট ৯টি শহরে খেলাগুলো সম্পন্ন হয়। মোট ৩৮ ম্যাচ খেলা হয়। মোট গোল হয় ৯৭ টি ( ম্যাচ প্রতি গড়ে ২.৫৫ )। মোট দর্শক ছিলো ১,৮৬৫,৭৬২ ( ম্যাচ প্রতি গড়ে ৪৯,০৯৯ ) জন। চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি । শীর্ষ স্কোরার হন পোল্যান্ডের গ্রজেগর্জ লাটো ( ৭ গোল )। সেরা তরুন খেলোয়াড় নির্বাচিত হন পোল্যান্ডের লাডিস্লো জুডা। ফেয়ার প্লে পুরস্কার লাভ করে পশ্চিম জার্মানি

স্বাগতিক দেশ নির্বাচন
১৯৬৬ সালের ৬ জুলাই ইংল্যান্ডের লন্ডনে ফিফা আলোচনার মাধ্যমে পশ্বিম জার্মানিকে স্বাগতিক দেশ হিসাবে নির্বাচিত করে। পশ্চিম জার্মানি এবং স্পেনের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তিতে বলা হয় ১৯৭৪ সালের বিশ্বকাপ পশ্চিম জার্মানি আয়োজন করবে এতে স্পেন সমর্থন করবে এবং ১৯৮২ সালের বিশ্বকাপ আয়োজনে পশ্চিম জার্মানি স্পেনকে সাপোর্ট করবে।

যোগ্যতা অর্জন
এই টুর্নামেন্টের বাছায়পর্বে মোট ৯৮ টি দেশ অংশ নেয়। ফুটবল বিশ্বের কিছু সফল দল ( যেমন:- পেরু, বেলজিয়াম, ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ফ্রান্স সহ অনেকে ) এই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ওশেনিয়া থেকে প্রথম দল হিসাবে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে চান্স পায়। এটিই প্রথম টুর্নামেন্ট ছিলো যেখানে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা স্বাগতিকদের সাথে খেলে।

মূল পর্বে  চান্স পাওয়া দলসমূহ

মূল পর্বে নিম্নলিখিত মোট ১৬ টি দল চান্স পায়
  • জাইরে
  • অস্ট্রেলিয়া
  • হাইতি
  • ব্রাজিল
  • আর্জেন্টিনা
  • উরুগুয়ে
  • চিলি
  • পূর্ব জার্মানি
  • বুলগেরিয়া
  • পোল্যান্ড
  • ইতালি
  • নেদারল্যান্ড
  • সুইডেন
  • স্কটল্যান্ড
  • পশ্চিম জার্মানি
  • যুগোস্লাভিয়া
খেলার বিন্যাস
পূর্বের বিশ্বকাপগুলোর মতো ১৬ টি দলকে ৪ গ্রুপে খেলানো হয়। প্রতিটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্সআপ নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হয় । তবে এটি আগেকার বিশ্বকাপগুরোর মতো নকআউট সিস্টেমে হয়নি। ৮ টি দল কে আবারো ২ টি গ্রুপে ভাগ করে নিজেদের মধ্যে খেলানো হয় । দুইটি গ্রুপের চ্যাম্পিয়নকে নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দুইটি গ্রুপের রানার্সআপ খেলবে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে। ১৯৭৪ সালের বিশ্বকাপে নকআউট ম্যাচের ১২০ মিনিট খেলার পরও ম্যাচ ড্র থাকলে পেনাল্টি শুটআউটের চালু হয়েছিলো।
প্রথম রাউন্ড খেলা
১ম গ্রুপ
এই গ্রুপে পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, অস্ট্রেলিয়া এবং চিলি ছিলো। পূর্ব জার্মানি সর্বোচ্চ ৫ পয়েন্ট এবং পশ্চিম জার্মানি ৪ পয়েন্ট নিয়ে পবরর্তী রাউন্ডে উঠে।
২য় গ্রুপ
ব্রাজিল, যুগোস্লাভিয়া, জাইরে এবং স্কটল্যান্ড এই গ্রুপে নিজেদের মুখোমুখি হয়। এই গ্রুপ থেকে যুগোস্লাভিয়া এবং ব্রাজিল সমান ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যায়।
৩য় গ্রুপ
সুইডেন, নেদারল্যান্ড, উরুগুয়ে এবং বুরগেরিয়া এই গ্রুপে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। নেদারল্যান্ড ৫ পয়েন্ট এবং সুইডেন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যায়।
৪থ গ্রুপ
এই গ্রুপে আর্জেন্টিনা, পোল্যান্ড, হাইতি এবং ইতালি ছিলো। পোল্যান্ড সর্বোচ্চ ৬ পয়েন্ট এবং আর্জেন্টিনা ৩ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

দ্বিতীয় রাউন্ড খেলা
প্রথম রাউন্ড হতে ৪ টি গ্রুপ হতে ৮ টি দলকে নিয়ে দ্বিতী রাউন্ডের খেলা শুরু হয়। ৮ টি দলকে আবার দুইটি গ্রুপে ভাগ করা হয়।

গ্রুপ এ
ব্রাজিল, নেদারল্যান্ড, আর্জেন্টিনা এবং পূর্ব জার্মানি এই গ্রুপে ছিলো। এই গ্রুপ থেকে নেদারল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং সরাসরি ফাইনালে চলে যায়। ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ কর।
আর্জেন্টিনা এবং পূর্র জার্মানি সমান ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

গ্রুপ বি
এই গ্রুপে পোল্যান্ড, পশ্চিম জার্মানি, যুগোস্লাভিয়া এবং সুইডেন নিজেদের মধ্যে লড়ায় করে। পশ্চিম জার্মানি ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং সরাসরি ফাইনালে চলে যায়। পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে। সুইডেন ২ পয়েন্ট এবং যগোস্লাভিয় কোনো পয়েন্ট অর্জন না করেই টুর্নামেন্ট থেকে বাদ যায়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
দ্বিতীয় রাউন্ডের দুইটি গ্রুপের রানার্সআপ ব্রাজিল এবং পোল্যান্ডকে নিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি অলিম্পিয়াস্টেডিয়ন, মিউনিখ এ খেলাটি অনুষ্ঠিত হয়। সেদিন স্টেডিয়ামে ৭৭,১০০ জন দর্শক উপস্থিত ছিলো। ব্রাজিল ১-০ গোলে পেল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়।

ফাইনাল ম্যাচ
৭ জুলাই ১৯৭৪ তারিখে অলিম্পিয়াস্টেডিয়ন, মিউনিখে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেদিন দর্শক ছিলো ৭৫,২০০ জন। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ত পালন করেন ইংল্যান্ডের জ্যাক টেলর। পশ্চিম জার্মানি ২-১ গোলে নেদারল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে। আর নেদারল্যান্ড হয় রানার্সআপ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url