Football GK Short Question and Answer- 2022

football quiz questions and answers,football,football quiz questions and answers 2022,basic football questions and answers 2022,fifa world cup quiz questions and answers,football questions,football quiz,questions and answers,football gk question and answer,football questions and answer,questions and answer of football,football mcq questions and answers

1. বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম কি?

উত্তরঃ ফিফা (FIFA)।


2.FIFA- এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Federation of International Football Association.


3. FIFA কবে, কোথায় প্রতিষ্ঠালাভ করে?

উত্তরঃ ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে ।


4. ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ জুরিখ, সুইজারল্যান্ড।


5. ফিফার সভাপতির মেয়াদকাল কত?

উত্তরঃ ৪ বছর।


6. ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি ও কি কি?

উত্তরঃ ৭টি। যথা : বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস,

বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন সুইডেন ও সুইজারল্যান্ড।


7. ফিফার বর্তমান সদস্য সংখ্যা কত?

উঃ ২১১টি।


8. একটি আদর্শ ফুটবলের ওজন কত?

উত্তরঃ ১৪-১৬ আউন্স।


9. একটি ফুটবলের পরিধি কত?

উত্তরঃ ২৭-২৮ ইঞ্চি।


10. ফুটবল খেলার খেলােয়াড় পরিবর্তন করার নিয়ম চালু করা হয় কবে?

উত্তরঃ ১৯৬৫ সালে।


11. ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ করা হয় কবে?

উত্তরঃ ১৮৪৮ সালে।


12. ফিফার প্রথম সভাপতি কে?

উত্তরঃ জুলেরিমে।


13. ফিফা প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ৪ মে, ১৯০৪ সালে ।


14. বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম কি?

উত্তরঃ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি।


15. প্রাচীনতম ফুটবল আসর প্রতিযােগিতার নাম কি?

উত্তরঃ কোপা আমেরিকা কাপ, ১৯০৪ সাল ।


16. বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সাল থেকে?

উত্তরঃ ৯৩০ সালে ।


17. বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির নাম কি?

উত্তরঃ জুলেরিমে কাপ।


18. প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তরঃ উরুগুয়ে।


19. প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তরঃ উরুগুয়ে।


20. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তরঃ রাশিয়া।


21. বর্তমান বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ ফ্রান্স


22. ইউরাে ফুটবলে প্রথম চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তরঃ রাশিয়া।


23. ইউরাে ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় কোন দেশে?

উত্তরঃ ফ্রান্সে।


24. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কয় বছর পরপর?

উত্তরঃ ৪ বছর পর পর।


25. বিশ্বকাপ ফুটবলে না খেলে তারকা হয়েছেন কে?

উত্তরঃ জর্জ বেস্ট।


26. ফুটবল খেলার জন্ম কোন দেশে?

উত্তরঃ চীনে।


27. বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি?

উত্তরঃ ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)।


28. সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?

উত্তরঃ ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিক ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)।


29. ফুটবল খেলায় প্রতি দল কতজন খেলােয়াড় বদল করতে পারে?

উত্তরঃ ৩ জন।


30. ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় কবে?

উত্তরঃ ১৯৯১ সালে (মহিলা বর্ষসেরা শুরু হয় ২০০১ সালে)।


31. ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড’ নামকরণ করা হয় কোন দুটি পুরস্কারকে একীভূত করে?

উত্তরঃ ফিফা বর্ষসের ও ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড।


32. ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড কবে থেকে প্রদান করা হয়?

উত্তরঃ ২০১০ সাল।


33. প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার (পুরুষ) কে?

উত্তরঃ লােথার ম্যাথিউস, জার্মানি; ১৯৯১ সালে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url