Cricket GK question and answer (part 2)

Cricket GK question and answer (part 2)

1. টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে?

উঃ চালর্স ব্যানার (অষ্ট্রেলিয়া), ১৫-১৯ মার্চ ১৮৭৭


2. টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কোন খেলোয়াড়?

উঃ বিলি মারডক (অষ্ট্রেলিয়া), ১১-১৩ আগস্ট ১৮৮৪।


3. টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন কোন খেলোয়াড়?

উঃ Andy Sandham (ইংল্যান্ড), ৩-১২ এপ্রিল ১৯৩০ ।


4. টেস্ট ক্রিকেটে প্রথম ৪০০ করেন কে?

উঃ ব্রায়ান লারা (ওয়েষ্ট ইন্ডিজ), ১০-১৪ এপ্রিল ২০০৪।


5. টেস্ট ক্রিকেটে প্রথম ১৫০ রান করা ব্যাটারের নাম কি?

উঃ চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া), ১৫-১৯ মার্চ ১৮৭৭।


6. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উঃ ব্রেন্ডন ম্যাককালাম (৫৪ বলে), ২০১৬ সালে ( অস্ট্রেলিয়ার বিপক্ষে) ।


7. টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন কে?

উঃ নাথান অ্যাষ্টল (নিউজিল্যান্ড) ১৫৩ বলে, ১৩-১৬ মার্চ ২০০২


8. টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেন কে?

উঃ বীরেন্দর শেবাগ (ভারত) ২৭৮ বলে, ২৬-৩০ মার্চ ২০০৮।


9. ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে?

উঃ ড্যানিস অ্যামিস (ইংল্যান্ড), ২৪ আগস্ট ১৯৭২।


10. ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত), ২৪ ফেব্রুয়ারি ২০১০।


11. ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কার?

উঃ এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ৩১ বলে, ২৭ ফেব্রুয়ারি ২০১৫।


12. ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করেন কে?

উঃ এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ৬৪ বলে, ২৭ ফেব্রুয়ারি ২০১৫।


13. ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন কোন খেলোয়াড়?

উঃ ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ); ১৩৮ বলে বিশ্বকাপ সেঞ্চুরি, ২৪ ফেব্রুয়ারি ২০১৫


14. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন কে?

উঃ ড্যানিস অ্যামিস (ইংল্যান্ড), ৭ জুন ১৯৭৫।


15. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে?

উঃ ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ), ২৪ ফেব্রুয়ারি ২০১৫।


16. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উঃ কেভিন ও'ব্রায়েন (আয়ারল্যান্ড) ৫০ বলে, ০২ মার্চ ২০১১।


17. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ১৫০ রান করেন কে?

উঃ এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ৬৪ বলে, ২৭ ফেব্রুয়ারি ২০১৫।


18. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন কে?

উঃ ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ); ১৩৮ বলে, ২৪ ফেব্রুয়ারি ২০১৫।


19. T20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কে?

উঃ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ১১ সেপ্টেম্বর ২০১১।


20.T20 ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন কে?

উঃ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ১১ সেপ্টেম্বর ২০১১।


21. T20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উঃ রোহিত শর্মা এবং ডেভিড মিলার (৩৫ বলে )।


22. T20 ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেন কে?

উঃ রিচার্ড লেভি (দ.আফিকা ); ৪৫ বলে, ১৯ ফেব্রুয়ারি ২০১২।


23. ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা);১৬ বলে, ৮ জানুয়ারি।


24. ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ ব্রেন্ডম ম্যাককালাম (নিউজিল্যান্ড); ২০ বলে, ২০ ফেব্রুয়ারি ২০১৫।


25.T20 ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ রিকি পন্টিং (অষ্ট্রেলিয়া), ১৭ ফেব্রুয়ারি ২০০৫ |


26. T20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ যুবরাজ সিং (ভারত); ১২ বলে, ৯ সেপ্টেম্বর ২০০৭।


27. T20 ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ যুবরাজ সিং (ভারত); ১২ বলে, ৯ সেপ্টেম্বর ২০০৭।


28. আইসিসি ট্রফিতে প্রথম হাফ সেঞ্চুরি করেন কে?

উঃ অপি লেকা (পাপুয়া নিউ গিনি), ২২-২৩ মে ১৯৭৯।


29. প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত কখন?

উঃ ১৫-১৯ মার্চ ১৮৭৭।


30. প্রথম টেস্ট ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করে ?

উঃ অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ( বিজয়ী হয় অষ্ট্রেলিয়া )।


31. প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত কখন?

উঃ ৫ জানুয়ারি ১৯৭১।


32. প্রথম ওয়ানডে ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করে ?

উঃ অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ( বিজয়ী হয় অষ্ট্রেলিয়া )।


33. প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত কত সালে?

উঃ ৭ জুন ১৯৭৫।


34. প্রথম ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন দল মুখোমুখি হয়?

উঃ ভারত বনাম ইংল্যান্ড ( বিজয়ী হয় ইংল্যান্ড )।


35. প্রথম টি২০ ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করে?

উঃ ১৭ ফেব্রুয়ারি ২০০৫, নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ( বিজয়ী হয় অষ্ট্রেলিয়া )।


36. প্রথম টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন দল মুখোমুখি হয়?

উঃ ১১ সেপ্টেম্বর ২০০৭; দ. আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।


37. প্রথম আইসিসি ট্রফি কত তারিখে এবং প্রথম ম্যাচে কোন দল অংশগ্রহণ করে?

উঃ ২২ মে ১৯৭৯; আর্জেন্টিনা বনাম সিঙ্গাপুর ( বিজয়ী সিঙ্গাপুর )।


38. ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে কে?

উঃ ন এদ্রিচ (ইংল্যান্ড), ৫ জানুয়ারি ১৯৭১ ( বিপক্ষ অষ্ট্রেলিয়া)


39. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্যা ম্যাচ হন কে?

উঃ ডেনিস অ্যামিস (ইংল্যান্ড) ৭ জুন ১৯৭৫, বিপক্ষ ভারত।


40. টি২০ তে প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয় কে?

উঃ রিকি পন্টিং (অষ্ট্রেলিয়া) ১৭ ফেব্রুয়ারি ২০০৫, বিপক্ষ নিউজিল্যান্ড।


41. টি২০ বিশ্বকাপে প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয় কে?

উঃ ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ) ১১ সেপ্টেম্বর ২০০৭, বিপক্ষ দ. আফ্রিকা।


42. টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উঃ ফেড সােফথ (অষ্ট্রেলিয়া), ২ জানুয়ারি ১৮৭৯।


43. ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উঃ জালাল-উদ-দীন (পাকিস্তান), ২০ সেপ্টেম্বর ১৯৮২।


44. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উঃ চেতন শর্মা, ভারত ( ৩১ অক্টোবর ১৯৮৭ )।


45. টি২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উঃ ব্রেটলি (অষ্ট্রেলিয়া), ১৬ সেম্পেম্বর ২০০৭।


46. টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উঃ ব্রেটলি (অষ্ট্রেলিয়া), ১৬ সেম্পেম্বর ২০০৭।



47. প্রথম টেস্ট কবে, কোথায় কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

উঃ ১৫১৯ মার্চ ১৮৭৭; অষ্ট্রেলিয়ার মেলবর্নে, অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।


48. বর্তমান বিশ্বে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কত?

উঃ ১২টি; ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্থান ও আয়ারল্যান্ড।


49. সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে?

উঃ মােহাম্মদ আশরাফুল, বাংলাদেশ (১৭ বছর ৬১ দিন)।


50. সবচেয়ে কম বয়সে টেস্ট খেলেন কে?

উঃ পাকিস্তানের হাসান রাজা (১৪ বছর ২৮৭ দিন বয়সে)।


51. টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?

উঃ শচীন টেন্ডুলকার (ভারত)।

52. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গড় রান কোন ক্রিকেটারের?

উঃ ডন ব্রাডম্যানের (৯৯.৯৪)।


53. টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ইনিংস কত?

উঃ ৯৫২ রান (শ্রীলঙ্কা করে ভারতের বিরুদ্ধে)।


54. টেস্টে এক ইনিংসে সর্বনিম্ন রান কোন দলের?

উঃ নিউজিল্যান্ড (২৬ রান) ।


55. টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে?

উঃ ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিজ (অপরাজিত ৪০০ রান।


56. টেস্টে প্রথম ৫০০ উইকেট লাভ করেন কে?

উঃ ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস।


57. এক ইনিংসে দশ উইকেট প্রাপ্ত প্রথম ক্রিকেটার কে?

উঃ ইংল্যান্ডের জিম লেকার (১০/৪৮); দ্বিতীয় ভারতের অনিল

কুম্বলে।

58. টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে কোন দেশ জয়ী হয়?

উঃ অস্ট্রেলিয়া।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url