ক্রিকেট খেলার আউট কত প্রকার ও কি কি?

ক্রিকেট খেলার বিভিন্ন প্রকার আউট

ক্রিকেটে আউট কত প্রকার,ক্রিকেট খেলায় আউট কত প্রকার,ক্রিকেট,বর্তমানে ক্রিকেট খেলায় আউট কত প্রকার,ক্রিকেটে নো বল কত প্রকার,ক্রিকেটে আউটের নিয়ম,ক্রিকেট খেলায় কত ধরনের আউট আছে?,ক্রিকেটে বৃষ্টি আইন কি,ক্রিকেট খেলায় মোট কত ধরনের আউটের নিয়ম রয়েছে ?,ক্রিকেট খেলা,ক্রিকেটে আউট,ক্রিকেটে কয় ধরণের আউট রয়েছে,ক্রিকেটের নিয়ম,ক্রিকেটে আউট হওয়ার উপায়,ক্রিকেট নিউজ,ক্রিকেটে আউট হওয়ার পদ্ধতি কয়টি,ক্রিকেটে আউট হওয়ার ১০ টি ধরন


প্রতিটি খেলা সুষ্টুভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে। ক্রিকেটের ক্ষেত্রেও সেটির ব্যতিক্রম না। ক্রিকেট খেলার নিয়মের মধ্যে “ আউট” বলে একটি শব্দ রয়েছে। আউট কী?

এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, ক্রিকেট খেলায় একজন প্রতিপক্ষ খেলােয়াড় বা বলার অন্য দলের ব্যাটসম্যান বা খেলােয়ারকে মাঠ বা পিচ থেকে বের করে দেওয়ার বৈধ নিয়মকে আউট বলে।

ক্রিকেট খেলায় আউট ১১ প্রকার। যথা:

১. রিটায়ার্ড

২. বােল্ড

৩. টাইমড আউট

৪. কট আউট

৫. হ্যান্ডেল্ড দ্যা বল

৬. হিট দ্যা বল টোয়াইচ

৭. হিট উইকেট

৮. লেগ বিফোর উইকেট (LBW)

৯. অবস্ট্রাকটিং দা ফিল্ড

১০. রান আউট

১১. স্ট্যাম্পড

১. রিটায়ার্ড হার্ট:

ব্যাটার ব্যাট করার সময় আঘাত পেলে অথবা এমন কোনো সমস্যায় যদি পড়ে যে সে তার পক্ষে আর ব্যাট করা সম্ভব না সেটিকে ক্রিকেটের ভাষায় রিটার্ড হার্ট বলে। তবে কোন ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে ফিরে আসে তাকে রিটায়াড আউট বলে।

২. বােল্ড আউট:

একজন বলার বল করলে সেই বল যদি সরাসরি ব্যাটসম্যান কে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে তবে তাকে বােল্ড আউট বলে। কিন্তু স্ট্যাম্পে বল লাগার পরেও যাদি বেল না পড়ে তাহলে ব্যাটার আউট হবেন না।


৩. টাইমড আউট:

টাইমড আউট বলতে এমন এক আউটকে বােঝায় যে, একজন ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার ৩ মিনিটের মধ্যে যদি পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে না নামে তবে সেই ব্যাটসম্যান টাইমড আউট বলে বিবেচিত হবে।

৪. ক্যাচ আউট:

ব্যাটার বলকে হিট করার পর যদি বলটি শূন্যে ভেসে উঠে এবং বলটি মাটি স্পর্শ করার আগেই কোনো ফিল্ডার তালুবন্দী করলে সেটিকে ক্যাচ আউট বলে।

৫.হ্যান্ডেল্ড দ্যা বল :

একজন বােলার বল করার পর ব্যাটসম্যান যদি সেই বল ব্যাট দিয়ে আঘাত করার পরিবর্তে হাত দিয়ে ধরে তবে সেটি দ্যা বল আউট।

৬. হিট দ্যা বল টোয়াইচ:

বোলার বল কারার পর ব্যাটার সেই বলকে প্রথম বার আগাত করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং সেই ব্যাটার দ্বিতীয় বার সেই বলটিকে আঘাত কারার জন্য যদি ব্যাট চালায় এবং লেগে যায় তাহলে সেটিও আউট বলে গন্য হবে।

৭.হিট উইকেট:

একজন ব্যাটসম্যান বল কে ব্যাটে লাগানাের পরেও যদি বল ব্যাট থেকে স্ট্যাম্পে গিয়ে আঘাত করে তবে সেটি হিট আউট।

৮. লেগ বিফোর উইকেট (LBW):

একজন বােলার বল করার পর ব্যাটসম্যান যদি ব্যাটের পরিবর্তে পা দিয়ে বল কে থামানাের চেষ্টা করে এবং সেটি যদি স্ট্যাম্প বরাবর হয় তবে সেটি LBW আউট।

৯. অবস্ট্রাকটিং দা ফিল্ড:

ব্যাটার রান নেওয়ার সময় কোন ফিল্ডার তাকে আউট কার জন্য স্ট্যাম্পের উদ্দেশ্যে বল ছুড়ে, ব্যাটার যদি সেই বলটিকে ইচ্ছকৃতভাবে আটকায় তাহলে সেটি এই আউটের আউতায় পড়বে।


১০. রান আউট:

রান আউট বলতে সাধারণত বুঝায়, ব্যাটসম্যানরা রান নেওয়ার সময়, কোন ব্যাটসম্যান যদি ক্রিজে পৌছানাের পূর্বে কোন ফিল্ডার বা কিপার কিংবা সরাসরি বল স্ট্যাম্পে আঘাত করে তবে সেটি রান আউট

১১. স্ট্যাম্পিং :

একজন ব্যাটার যদি বলকে আঘাত করার জন্য তার ক্রিজ থেকে বেরিয়ে আসে এবং যদি সেই ব্যাটার বলকে আঘাত করতে ব্যর্থ হয়, সেই মুহুর্তে উইকেট কিপার বলটি ধরে স্ট্যাম্প ভেঙে দেয় সেটিকে ক্রিকেটের ভাষায় স্ট্যাম্পিং বলে।


আশা করি ক্রিকেটের বিভিন্ন প্রকার আউট সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে গেছে। আরো পড়ুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url