2018 football world cup GK Question and answer- bangla
২০১৮ ফুটবল বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:-
1. ২০১৮ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে?
উঃ রাশিয়া।
2. ২০১৮ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
উঃ ফ্রান্স(২য় শিরােপা; ১ম ১৯৯৮সালে)।
3. ২০১৮ ফুটবল বিশ্বকাপের রানার্সআপ হয় কোন দেশ?
উঃ ক্রোয়েশিয়া।
4. ২০১৮ ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারী দেশের নাম কি?
উঃ বেলজিয়াম।
5. ২০১৮ ফুটবল বিশ্বকাপে ৪র্থ স্থান অধিকারী দেশের নাম কি?
উঃ ইংল্যান্ড।
6. ২০১৮ ফুটবল বিশ্বকাপের বলের নাম কি ছিলো?
উঃ টেলস্টার ১৮।
7. ২০১৮ ফুটবল বিশ্বকাপের মাসকট কি ছিলো?
উঃ জাবিভাকা(এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবিভাকা অর্থ -যে গােল করে)।
8. ২০১৮ ফুটবল বিশ্বকাপের থিম সং কি ছিলো?
উঃ ‘লিভ ইট আপ’।
9. VAR এর পূর্ণরুপ কি?
উঃ Video Assistant Referee ।
10. ১ম বারের মত কোন বিশ্বকাপে VAR প্রযুক্তি ব্যবহার করা হয়?
উঃ ২০১৮ বিশ্বকাপ।
11. ২০১৮ ফুটবল বিশ্বকাপের পােস্টারে কোন গােলরক্ষকের ছবির ব্যাবহার করা?
উঃ রুশ গােলরক্ষক 'লেভ ইয়াসিন'। তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গােলরক্ষক যিনি গােলরক্ষক হয়ে ইউরােপের বর্ষসেরা খেলােয়ারের পুরস্কার জিতেছেন।
12. ২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ও প্রথম ম্যাচ কোন অনুষ্ঠিত হয়?
উঃ লুজনিকি স্টেডিয়াম, মস্কো।
13. ২০১৮ ফুটবল বিশ্বকাপে গােল্ডেন বল কে পেয়েছিলো?
উঃ লুকা মাদ্রিচ(ক্রোয়েশিয়া)।
14. ২০১৮ ফুটবল বিশ্বকাপে গােল্ডেন বুট কে পেয়েছিলো?
উঃ হ্যারি কেইন(ইংল্যান্ড)।
15. ২০১৮ ফুটবল বিশ্বকাপে গােল্ডেন গ্লাভস কে পায়?
উঃ কার্তুয়া(বেলজিয়াম)।
16. ২০১৮ ফুটবল বিশ্বকাপের সময়কাল কত ছিলো?
উঃ ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত।
17. ২০১৮ ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করে?
উঃ ৩২ টি।
18. ২০১৮ ফুটবল বিশ্বকাপে ১মবারের মত অংশগ্রহণকারী দলের নাম কি?
উঃ আইসল্যান্ড(এযাবৎকাল পর্যন্ত বিশ্বকাপ খেলা দলগুলাের ভেতর জনসংখ্যায় সব থেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। জনসংখ্যা মাত্র (৩,৩২,৫২৯ জন) ও পানামা।
19. ২০১৮ ফুটবল বিশ্বকাপে কতটি নার্ডিক দেশ অংশগ্রহণ করে?
উঃ ৩টি । ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।
20. ২০১৮ ফুটবল বিশ্বকাপের ভেন্যু কয়টি ছিলো?
উঃ ১১টি শহরে ১২টি মােট।
21. ২০১৮ ফুটবল বিশ্বকাপে মােট কয়টি ম্যাচ খেলা হয়?
উঃ ৬৪ টি।
22. ২০১৮ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গােলদাতা কে?
উঃ হ্যারি কেইন (৬টি)।
23. ২০১৮ ফুটবল বিশ্বকাপের ১ম গােল কে করেন?
উঃ ইউরি গাজিনস্কি(রাশিয়া)।
24. ২০১৮ ফুটবল বিশ্বকাপে ১ম হ্যাটট্রিক করেন কে?
উঃ ক্রিশ্চিয়ানাে রােলানদো(পর্তুগাল)।
25. প্রতিটি বিশ্বকাপে অশংগ্রহণ করা একমাত্র দল কোনটি?
উঃ ব্রাজিল।